রোহিতকে নতুন করে শুরু করতে বললেন স্মিথ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর থেকে সমালোচনা হচ্ছে ভারত ক্রিকেট দলের। ওভালের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাজেভাবেই হেরেছে ভারত। ২০৯ রানের ব্যবধান সেটিরই গাণিতিক প্রমাণ। রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলিদের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানরা দলকে পথ দেখাতে ব্যর্থ হয়েছেন। ব্যাট হাতে কোহলি আর অজিঙ্কা রাহানে কিছুটা লড়াই করলেও রোহিত শর্মা আর চেতেশ্বর পূজারা পুরোপুরি ব্যর্থ।

ভারতের সাবেক ক্রিকেটাররা রীতিমতো ধুয়ে দিচ্ছেন দলকে। বিদেশিরাও সমালোচনায় মেতেছেন। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ফাস্ট বোলার অ্যান্ডি রবার্টস মনে করেন, ভারতীয় ক্রিকেটে ঔদ্ধত্য বাসা বেঁধেছে। ভারতীয় দল প্রতিপক্ষকে যথাযোগ্য সম্মান দেয় না বলেই তাদের এই অবস্থা। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ মনে করেন, সময় এসেছে ভারতীয় ক্রিকেট দলের সিনিয়রদের মধ্যে দু-একজনের ‘নতুন করে শুরু করার’।

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে স্মিথ নির্দিষ্ট করে না বললেও রোহিত শর্মাকে প্রকারান্তরে বিশ্রামেই যেতে বলছেন। সেটি যে ভারতীয় ক্রিকেটারের ক্যারিয়ার আরও লম্বা করার স্বার্থে, সেটি বলতে ভোলেননি তিনি।

‘একজন অধিনায়কের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজের ব্যক্তিগত পারফরম্যান্স। একজন অধিনায়কের ওপরে সব সময় চাপ রয়ে যায়। এটা কখনোই কমে না। রোহিতের এখন সবকিছু নতুন করে শুরু করার সময় এসেছে। এটা তার ক্যারিয়ারের জন্যই দরকার। তার নিজের ফর্ম ধারাবাহিক নয়। এবারের আইপিএল আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিকে তাকালে বোঝা যায়, রোহিতের ফর্মটা এ মুহূর্তে ভালো নয়।’

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন