নেই মেসি-ডি মারিয়া, আর্জেন্টিনার একাদশে অনেক পরিবর্তন

এশিয়া সফরের দ্বিতীয় ও সর্বশেষ ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। আজ (সোমবার) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় জাকার্তার গেলোরা ব্যাংকর্নো স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা রয়েছে। 

তবে আর্জেন্টিনা ভক্তদের জন্য কিছুটা খারাপ সংবাদ, প্রদর্শনী এই ম্যাচে দলের প্রাণভোমরা লিওনেল মেসির ফুটবলশৈলী উপভোগের সুযোগ পাচ্ছেন না তারা। শুধু মেসিই নয়, দলের তারকা খেলোয়াড়দের অনেকেই খেলবেন না এই ম্যাচে। সব মিলিয়ে সাত থেকে আটটি পরিবর্তন আসবে বলে জানিয়েছেন কোচ লিওনেল স্ক্যালোনি।

এরই মধ্যে দেশে ফিরে গেছেন অনেক খেলোয়াড়। মেসির সঙ্গে একই বিমানে ফিরেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া ও নিকোলাস ওতামেন্দি। তবে তারা ছাড়াও সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা একাদশ থেকে বিশ্রাম পেতে পারেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, রদ্রিগো দি পল, এঞ্জো ফার্নান্দেজ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টার।  

ফিফা র‍্যাংকিংয়ে শীর্ষ দল আর্জেন্টিনার বিপক্ষে ১৪৯ নম্বর দল ইন্দোনেশিয়ার লড়াইটা একপেশেই হওয়ার কথা। এমনকি বেঞ্চের খেলোয়াড়দের নিয়েই সহজে উতরে যাওয়ার কথা স্ক্যালোনির শিষ্যদের। অবশ্য তিনি জানিয়েছেনও এই ম্যাচে তরুণদের বাজিয়ে দেখতে চান। যে কারণে স্কোয়াড থেকে ছুটি দিয়েছেন মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া ও নিকলাস ওতামেন্ডিকে।

ইন্দোনেশিয়া ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন স্কালোনি। সব মিলিয়ে অস্ট্রেলিয়া ম্যাচের একাদশ থেকে তিনি ‘সাত-আটটি’ পরিবর্তন আনতে পারেন বলে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে। তবে বিশ্বকাপজয়ী কোচের বিশ্বাস, দলে অনেক পরিবর্তন এলেও মাঠের পারফরম্যান্সে এর প্রভাব পড়বে না।

'মেসি বিশ্রামে থাকবে, আমিই সিদ্ধান্ত নিয়েছি যে তার বিশ্রাম নেওয়া উচিত। তার, (আনহেল) দি মারিয়া ও (নিকোলাস) ওতামেন্দির বিশ্রাম দরকার, এই পরিকল্পনা আগে থেকেই করা ছিল। আমরা আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে একটি ম্যাচ খেলব, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।'

ইন্দোনেশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ/জেরেনিমো রুলি, নাহুয়েল মলিনা/লিওনার্দো বালের্দি, ক্রিস্টিয়ান রোমেরো, হার্মান পেজ্জেয়া, ফাকুন্দো মেদিনা/মার্কোস আকুনা, এজাকুয়েল পালাসিয়োস, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, লুকাস ওকাম্পোস, জুলিয়ান আলভারেজ ও আলেহান্দ্রো গার্নাচো/নিকোলাস গঞ্জালেস।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন