ভূমধ্যসাগরে রাতের বেলা ভাসতে থাকা একটি নৌকা থেকে ৬৮ জনকে উদ্ধার করেছে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ও মালবাহী জাহাজ। সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তাদের উদ্ধারের এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রুশ যুদ্ধজাহাজ অ্যাডমিরাল গোর্শকভ প্রথমে গ্রিস ও জার্মানির পতাকাবাহী ‘ইয়ট-ধাঁচের জলযান’ অ্যাভালনের কাছ থেকে বিপদ সংকেত পেয়েছিল।
গোর্শকভ ও মালবাহী জাহাজ পিজমা সফল উদ্ধার অভিযান পরিচালনা করেছে। যাত্রীদের উদ্ধারের পর চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। পরে ওই যাত্রীদের কালিমনোস দ্বীপের কাছে গ্রিসের কোস্টগার্ডের জাহাজে স্থানান্তর করা হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে।
তবে নৌকার যাত্রীদের বা তারা কোন দেশের নাগরিক সেই বিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানায়নি রাশিয়া।
অ্যাডমিরাল গোর্শকভ রাশিয়ার অন্যতম নেতৃস্থানীয় যুদ্ধজাহাজগুলোর একটি। অতীতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ও মোতায়েনের জন্য এই যুদ্ধজাহাজ ব্যবহার করা হয়।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, ভূমধ্যসাগরে নৌকার যাত্রীদের উদ্ধারের সময় ঘটনার সময় অ্যাডমিরাল গোর্শকভ কী ধরনের অস্ত্র বহন করছিল তা পরিষ্কার নয়।
গত সপ্তাহে ভূমধ্যসাগরে গ্রিসের উপকূলীয় এলাকায় ভয়াবহ এক নৌকাডুবির ঘটনা ঘটে। এতে মিসর, সিরিয়া ও পাকিস্তানের শত শত অভিবাসীর প্রাণহানি ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন