জিবিনিউজ 24 ডেস্ক //
মৌলভীবাজরের শ্রীমঙ্গলের ভূনবীর ও মির্জাপুর ইউনয়নের উপনির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ভূনবীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মো. আব্দুর রশিদ (নৌকা) , ও মির্জাপুর ইউনিয়নে মো. ছুফি মিয়া (ধানের শীষ) বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।
মঙ্গলবার সকাল ৯টা থেকে দুই ইউনিয়নের ১৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্টিত হয়। দুই ইউনিয়নের দুটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ থাকলেও প্রশাসনের কঠোর নজরদারীর কারনে কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই অনুষ্ঠিত হয় এই উপনির্বাচন।
ভূনবীর ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী মো. আব্দুর রশিদ ৬৪৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম স্বতন্ত্রপ্রার্থী মো. কাওছার আহমেদ (অটোরিক্সা) পেয়েছেন ৩১৫৪ ভোট।
এছাড়া ১নং মির্জাপুর ইউনিয়নে ধানের শীষের প্রার্থী মো. ছুফি মিয়া ৬৯৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম আওয়ামীলীগের নৌকার প্রার্থী অপূর্ব চন্দ্র দেব পেয়েছেন ৬৪৬৬ ভোট।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন