মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে  মিছবাহুর রহমান জয়ী

নজরুল ইসলাম মুহিব মৌলভীবাজার প্রতিনিধি ॥ অবাধ নিরপেক্ষ সুষ্ঠু ও সুন্দর পরিবেশে মৌলভীবাজার জেলা পরিষদ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দুইজন প্রার্থী উপ-নির্বাচনে প্রতিদন্দিতা করেন। জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ আজিজুর রহমান গত ১৮ আগষ্ট মৃত্যুবরণ করলে এ পদটি শুন্য হয়। জেলা পরিষদ চেয়ারম্যান পদটি শুন্য হলে প্যানেল চেয়ারম্যান-১ তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি ৬ সেপ্টেম্বর অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান। গত ১৪ সেপ্টম্বর বাংলদেশ নির্বাচন কমিশন ২০ অক্টোবর উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করে। 
গতকাল (২০অক্টোবর) জেলার ৬৭ ইউনিয়ন, ৫ পৌরসভা ও ৭ উপজেলার ১৫টি কেন্দ্রে ৯’শ ৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে (চশমা) প্রতীক নিয়ে রয়েছেন মিছবাহুর রহমান। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী হিসেবে (মোটরসাইকেল) প্রতীক নিয়ে রয়েছেন এম এ রহিম (সিআইপি)।
উপ-নির্বাচনে ১৫টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে (চশমা) প্রতীক নিয়ে পেয়েছেন ৭৩২ ভোট,নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী হিসেবে (মোটরসাইকেল) পেয়েছেন ২০২টি ভোট। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন আওয়ামীলীগের দলীয় প্রার্থী মিছবাহুর রহমাকে (চশমা) বেসরকারিভাবে নির্বাচিত ঘোশনা করেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন