জায়ান মালিকের সঙ্গে সেলেনার বিচ্ছেদের গুঞ্জন

ডিজনির হাত ধরে শিশুশিল্পী ও অভিনেত্রী হিসেবে পথচলা শুরু সেলেনা গোমেজের। এরপর অবশ্য বড় হয়ে নিজেকে গায়িকা হিসেবে প্রতিষ্ঠা করেছেন সেলেনা। অর্জন করেছেন পপ তারকার তকমা। তবে পেশাগত জীবনের থেকে তার ব্যক্তিগত জীবন নিয়েই বেশি উৎসাহ অনুরাগীদের।

দীর্ঘদিন ধরে পপ তারকা জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। কখনো সেই সম্পর্ক ভেঙেছে, কখনো আবার একসঙ্গে ফিরেছেন যুগল। তবে সেসব এখন অতীত। মডেল হাইলি বিবারকে বিয়ে করে জাস্টিন এখন ঘোর সংসারী। 

বেশ কয়েক মাস আগে ‘ওয়ান ডিরেকশন’ ব্যান্ডের সাবেক সদস্য জায়ান মালিকের সঙ্গে নাম জড়ায় সেলেনার। শোনা যায়, জায়ানের সঙ্গে প্রেম করছেন তিনি। তবে সম্প্রতি নাকি চিড় ধরেছে সেই সম্পর্কে। গায়িকার সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতা থেকেই মিলল সেই প্রমাণ। 

চলতি বছরের মার্চ নাগাদ শোনা যায়, একে অপরের প্রেমে পড়েছেন জায়ান ও সেলেনা। নিউইয়র্কের রেস্তরাঁর বাইরে হাতে হাত ধরে হাঁটতে দেখা যায় তাদের। একে অপরের ঠোঁটে চুম্বনও আঁকেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাতায় ছড়িয়ে পড়ে সেই ছবি। দুই তারকার প্রেমের খবরে উৎসাহ কয়েক গুণ বেড়ে গিয়েছিল তাদের অনুরাগীদের।

তবে সেই প্রেমের বয়স মাত্র মাস তিনেক। সম্প্রতি দেখতে পাওয়া যায়, জায়ানকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ করেছেন সেলেনা। অথচ, আগে গায়ককে ফলো করতেন তিনি। তবে কি আর শেষরক্ষা হলো না সম্পর্কে? তেমনটাই মনে করছেন গায়িকার অনুরাগী মহল। 

দিন কয়েক আগে নিজেকে একটি ভিডিয়োয় সিঙ্গেল বলেও দাবি করেন সেলেনা। তাতেই আরও দৃঢ় হয়েছে অনুরাগীদের এই ধারণা। সেলেনার আগে দীর্ঘ দিন ধরে সুপার মডেল জিজি হাদিদের সঙ্গে সম্পর্কে ছিলেন জায়ান। এক কন্যাসন্তানের বাবা-মা তারা। ২০২১ সালের শেষের দিকে প্রায় ছয় বছরের সম্পর্কে ইতি টানেন তারা।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন