ঢাকা সফরে যা যা করবেন মার্টিনেজ

gbn

৩ জুলাই অতি সংক্ষিপ্ত এক সফরে ঢাকায় আসছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ। গত মাসে শুরু হওয়া আলোচনাটি অবশেষে আজ আনুষ্ঠানিকতা পেয়েছে। 

৪-৫ জুলাই কলকাতা সফরে আসবেন মার্টিনেজ। কলকাতার স্পোর্টস প্রমোটার কোম্পানি শতদ্রু এসোসিয়েটস মার্টিনেজকে কলকাতায় আনছেন। কলকাতার আগের দিন বাংলাদেশ ঘুরে যাবেন। মার্টিনেজের বাংলাদেশ আগমনটাও ঐ কোম্পানির মাধ্যমে।

শতদ্রু দত্ত কলকাতা থেকে বলেন 'মার্টিনেজ আমস্টারডাম থেকে রওনা হয়ে ৩ জুলাই ভোর পাঁচটার পর ঢাকা নামবে্ন। তার সঙ্গে কয়েকজন নিরাপত্তা কর্মীও থাকবেন। বিমানবন্দর থেকে হোটেলে যাবেন সরাসরি। কয়েক ঘন্টা বিশ্রাম নিয়ে এক-দুই ঘন্টার একটি অনুষ্ঠান হতে পারে। এরপর আবার বিকেলের ফ্লাইটে ঢাকা ত্যাগ।' 

 এত স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে মার্টিনেজের সাক্ষাৎ করানোর চেষ্টা করছেন ভারতের এই ক্রীড়া উদ্যোক্তাে, 'বাংলাদেশের প্রধানমন্ত্রী অত্যন্ত ক্রীড়াপ্রেমী। সময় খুবই কম এরপরও চেষ্টা করছি যেন সাক্ষাৎটা হয়’। 

কলকাতার স্পোর্টস প্রমোটার কোম্পানির পরিকল্পনা ছিল ৩ জুলাই পুরো দিনই অথবা রাতটাও মার্টিনেজকে বাংলাদেশে রাখার। কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছেন শতদ্রু ঢাকায় এসে। বেশি সময় মার্টিনেজ থাকলে অনেক অর্থের প্রয়োজন। ডলারের অনুমতিও সময় সাপেক্ষ। অনেকে আগ্রহ প্রকাশ করলেও ডলার সহ নানা জটিলতা সামনে আসে। তাই মার্টিনেজ আসছেন অনেকটা শুভেচ্ছাদূত হয়েই 'মার্টিনেজ বাংলাদেশকে ভালোবাসেন। তাই তিনি তেমন কোনো অর্থই নিচ্ছেন না এই সফর থেকে। শুধু বিমান খরচ ও আনুষাঙ্গিক ব্যয় বাংলাদেশের একটি প্রতিষ্ঠান বহন করছে’। 

 

বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের আগ্রহ ছিল মার্টিনেজকে বরণ করে নেয়ার। মার্টিনেজ বাংলাদেশে আসবেন-ই এই নিশ্চয়তা তারা পেয়েছেন মাত্র দু’দিন আগে। ঈদের আগে শেষ অফিসের ব্যস্ততা এবং ঈদের ছুটির পরপরই সূচি পড়ে যাওয়ায় আগ্রহ থাকা সত্ত্বেও অনেকে শেষ পর্যন্ত রাজি হয়নি। সফরটি বাতিল হওয়ার উপক্রম হয়েছিল প্রায়। তবে শতদ্রু শেষ পর্যন্ত চেষ্টা করেছেন মার্টিনেজ বাংলাদেশে আসুক 'একজন বাঙালি হিসেবে আমার সব সময় চেষ্টা ছিল তাকে বাংলাদেশ ঘুরিয়ে আনার। মার্টিনেজ নিজেও চেয়েছে। অনেক সমস্যা পেরিয়ে শেষ পর্যন্ত সে আসছে এটাই সুখবর'। 

মার্টিনেজের আগে বাংলাদেশে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফুটবলার এসেছিলেন জিনেদিন জিদান। তিনি গ্রামীণ ডানোনের একটি অনুষ্ঠানে আসলেও বাফুফে সেটায় সংযুক্ত ছিল। মার্টিনেজের সফরসূচিতে এখন পর্যন্ত বাফুফের কোনো সম্পৃক্ততা নেই।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন