জুড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলায় নিহত ১


জুড়ী, (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইদের হামলায় বড়ভাই আব্দুল হামিদ কাল (৫৮) নিহত হয়েছেন। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টা ৩০ ঘটিকায় ঘটনাটি ঘটেছে। উপজেলার দক্ষিণ সাগরনাল গ্রামের মৃত আব্দুর লতিফের ছেলেদের মধ্যে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ ছিল। বিরোধকৃত জমিতে হাল চাষ করাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে মারামারি হয় এতে ঘটনাস্থলে আব্দুল হামিদ কালা কে তার ভাইয়েরা পিটিয়ে হত্যা করে। তার ছোট ভাই ফারুক আহমেদ (৪০), আব্দুল জলিল (৪৭), উভয় পিতা মৃত আব্দুল লতিফ, আব্দুল খালেক(৩৮), পিতা এসাই মিয়া, সর্ব গ্রাম দক্ষিণ সাগরনাল। এ ব্যাপারে জানতে চাইলে জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন বলেন, পরিবারের এজাহার অনুযায়ী মামলা গ্রহণ করা হবে। লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট  জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন