বিগত কয়েক বছরের মতো এবারের ঈদেও পশু কোরবানি দিচ্ছেন ঢাকাই সিনেমার নায়িকা বিদ্যা সিনহা সাহা মিম। এবার তিনি দুটি খাসি কোরবানি দেবেন বলে জানিয়েছেন।
বুধবার (২৮ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে কোরবানির পশুর সঙ্গে নিজের একটা ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে মিম লিখেছেন, ‘ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। আর কোরবানি ঈদ হলো ত্যাগের মাধ্যমে সেই আনন্দের ভাগাভাগি। প্রতিবারের মতো এবারও আমার পরিবারে যারা আমার কাজে সহায়তা করে, আমার জন্য কষ্ট করে তাদের জন্য এবারও থাকছে ঈদের আয়োজন।’
তিনি আরও লিখেছেন, ‘ঈদের প্রস্তুতি সম্পন্ন, ঈদের আনন্দ মিস করেছি এমনটা কখনো হয়নি, আশা করি কখনো হবেও না। এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সবাইকে ঈদ মোবারক।’
এদিকে ঈদুল আজহায় মুক্তির তালিকায় ছিল মিম অভিনীত ‘অন্তর্জাল’ সিনেমাটি। দীপংকর দীপন পরিচালিত এ সিনেমা মুক্তির তারিখ শেষ মুহূর্তে পিছিয়ে যায়।
তবে সিনেমা না এলেও ওটিটি প্লাটফর্ম ‘হৈ চৈ’তে মুক্তি পেয়েছে মিম অভিনীত ‘মিশন হান্টডাউন’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন এফ এস নাঈম। এরইমধ্যে সিরিজটি বেশ আলোচনায় এসেছে।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন