রাতে মাঠে নামছে ব্রাজিল

gbn

ফুটবলে ব্রাজিল শক্তিশালী দল হলেও সাম্প্রতিক সময়ে মাঠের পারফরম্যান্সে ভালো সময় যাচ্ছে না তাদের। ফুটসালে আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা হারানোর পর মেক্সিকো যুবদলের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচেও পরাজিত হয় ব্রাজিলের যুবারা। এবার, ‘প্রতিশোধ’ নেওয়ার লক্ষ্যে দ্বিতীয় প্রীতি ম্যাচে শুক্রবার (৩০ জুন) মাঠে নামবে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল। 

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ ফুটবল। যুব বিশ্বকাপের প্রস্তুতি অংশ হিসেবে মেক্সিকো অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের আয়োজন করে ব্রাজিল, যার প্রথমটিতে পরাজয়ের স্বাদ পায় সেলেসাওরা।  চলতি বছরের শেষদিকে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ। ২৪ দলের অংশগ্রহণে ১০ নভেম্বর পর্দা উঠবে যুব বিশ্বকাপের। ২ ডিসেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে আসন্ন এই যুব বিশ্বকাপের। 

দ্বিতীয় এবং শেষ প্রীতি ম্যাচে মেক্সিকো অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে বাংলাদেশ সময় রাত ৩টায় লড়বে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল। তলুকাস স্টেডিয়ামে মেক্সিকোকে হারিয়ে সমতা ফেরানোর লক্ষ্যে মাঠে নামবে ব্রাজিলের যুবারা। 

এর আগে, বুধবার (২৮ জুন) প্রথম প্রীতি ম্যাচে মেক্সিকো অনূর্ধ্ব-১৭ দলের কাছে এক গোলে পরাজিত হয় ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল। ব্রাজিলের স্থানীয় সময় দুপুর ২টায় মেক্সিকোর যুবাদের বিপক্ষে মাঠে নামে ব্রাজিলের যুবারা। মেক্সিকোর পক্ষে ম্যাচের একমাত্র গোলটি করেন লুইস নাভারেত্তে। টানা ১৯ ম্যাচ জয়ের পর হারের তিক্ত স্বাদ পায় ব্রাজিল অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন