অসুস্থ ছেলেকে নিয়ে হাসপাতালে পরীমণি, মালদ্বীপে রাজ

বছরের শুরুর দিন থেকেই ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণির দাম্পত্যজীবনের টানাপোড়েন প্রকাশ্যে আসে। এরপর মাঝখানে কিছু দিন লোখদেখানো ভালো থাকার অভিনয় চললেও চূড়ান্ত কলহ দেখা দেয় গত মে মাসের শেষ দিক থেকে। এরপর থেকে দুজনার দুটি পথ দুই দিকে গেছে বেঁকে।

অফিসিয়ালি বিচ্ছেদ না ঘটলেও রাজ-পরীর ঠিকানা এখন আলাদা। বর্তমানে পরী আছেন তার ছেলেকে নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। গতকাল (রোববার) বিকেলে অভিনেত্রী তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখেন, ‘অসুস্থ রাজ্য।’ তবে তার ছেলের ঠিক কী হয়েছে সে বিষয়ে খোলাসা করেননি কিছুই। কমেন্ট বক্সে পরীর ছেলের সুস্থতা কামনা করছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

ছেলের এই সময়ে বাবা রাজ কোথায়? জানা গেছে, অবকাশ যাপনে বর্তমানে মালদ্বীপে অবস্থান করছেন এই চিত্রনায়ক। ফিরবেন সপ্তাহখানেক পরে।

ঈদে ছেলের সঙ্গে দেখা হয়েছে কিনা, এ বিষয়ে রাজ বলেন, ‘আমার মালদ্বীপ আসার প্ল্যান কয়েক দিন আগেই করা। ঈদের আগের রাতে বনানীতে আমরা দেখা করি। রাজ্যকে নিয়ে পরী কেনাকাটা করতে বেরিয়েছিল, সেখানেই দেখা হয় আমাদের। ঈদের দিন দেখা কিংবা কথা, কিছুই হয়নি।’

রাজের মালদ্বীপ ভ্রমণের বিষয়ে পরীমণি বলেন, ‘ও তো যা খুশি করছে। নিজের মতো চলছে। যেখানে খুশি যাচ্ছে। এসবে আমার কী!’

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে বিয়ে করেছিলেন তারা। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন। একই দিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। একই বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন