শাকিবের সঙ্গে ডিভোর্স হয়নি, আমরা সেপারেটেড: বুবলী

গোপনে প্রেম থেকে বিয়ে করেছিলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী। তাদের সেই সংসারে রয়েছে একটি পুত্র সন্তান। 

বিয়ের প্রায় চার বছর পর বিষয়টি প্রকাশ্যে আনেন বুবলী। এরপরই এই জুটির দাম্পত্য জীবনে টানাপড়েন শুরু হয়। একে অন্যের দিকে আঙুল তুলে বিভিন্ন সময় বিভিন্ন ‘আপত্তিকর’ মন্তব্যও করতে দেখা যায়। 

সবশেষ শাকিব জানান, বাস্তব জীবনে বুবলীর সঙ্গে তার সব সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে। তবে সন্তানের কারণে যা করণীয়, শুধুমাত্র ততটুকুই হবে। এর বাইরে আর কিছু নয়।

এরপরই প্রশ্ন উঠে, তাহলে কি বিচ্ছেদ হয়ে গেছে এই তারকা দম্পতির? বিষয়টি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন বুবলী। তিনি জানান, শাকিবের সঙ্গে বিচ্ছেদ হয়নি। তবে তারা বর্তমানে সেপারেটেড। 

বুবলী বলেন, ‘শাকিব খানের সঙ্গে আমার এখনো বিচ্ছেদ হয়নি। আমরা সেপারেটেড (আলাদা থাকছি)। সে (শাকিব খান) যদি তার জায়গা থেকে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে সেটা পারিবারিকভাবে কথা বলা উচিত। কোনো মিথ্যা নিউজ বা প্রোপাগান্ডা শুনে নয়।’

এই নায়িকা বলেন, ‘শাকিব খান তো বাচ্চা না। তাকে কেউ কিছু বোঝালেও তিনি সংসার ছেড়ে চলে যাবেন না। এই সম্পর্কের বিষয়ে এখন সম্পূর্ন সিদ্ধান্ত তার। আমার চেষ্টা যেটা করার আমি করেছি। এখনও আমার ছেলেকে নিয়ে সংগ্রাম করে যাচ্ছি।’

উল্লেখ্য, ২০০৮ সালে গোপনে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেছিলেন শাকিব খান। তাদের সেই সংসারে জন্ম নিয়েছিল একটি পুত্র সন্তান। যার নাম আব্রাম খান জয়। তবে সেই সংসার সুখের হয়নি। প্রায় দশ বছরের গোপন সংসারের ভাঙন ঘটে ২০১৮ সালে বিবাহ বিচ্ছেদের মধ্যে দিয়ে। এরই সাথে থেমে যায় শাকিব-অপুর একসঙ্গে পথচলা। 

এরপর চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে সম্পর্কে জড়ান শাকিব। ওই বছরেই নায়িকাকে বিয়ে করেন তিনি। তাদের বিয়ের প্রায় দুই বছরের মাথায় ২০২০ সালে বুবলী-শাকিবের সংসারজুড়েও আসে একটি পুত্র সন্তান। যার নাম রাখা হয় সেহজাদ খান বীর। 

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন