চার দিনের সফরে ঢাকায় এসেছেন জাতিসংঘ মহাসচিবের দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক বিশেষ প্রতিনিধি ম্যামি মিজুতোরি।
সোমবার (৩ জুলাই) বিশেষ প্রতিনিধি মিজুতোরি ঢাকায় আসার তথ্য নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানায়, জাতিসংঘের মহাসচিবের দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক বিশেষ প্রতিনিধি ম্যামি মিজুতোরির চার দিনের সফরে সোমবার তাকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাল্টিটারাল ইকোনমিক অ্যাফেয়ার্সের মহাপরিচালক ফাইয়াজ মুরশিদ কাজী।
জানা গেছে, বিশেষ প্রতিনিধি মিজুতোরি বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানের সঙ্গে বৈঠকের কথা রয়েছে মিজুতোরির। এর বাইরে মিজুতোরি দুর্যোগ ঝুঁকিপ্রবণ কিছু অঞ্চল পরিদর্শনের কথা রয়েছে।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন