বিয়ের পর আর ক্যামেরার সামনে দাঁড়াবেন না বলে জানিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এমনটা জানান পূজা।
নায়িকা বলেন, ‘আমি বিয়ের ব্যাপারে নিজে কোনো সিদ্ধান্ত নেব না। আমার বাবা-মা যেহেতু আমার অভিভাবক, সুতরাং বিয়ের বিষয়ে তারাই সিদ্ধান্ত নেবেন।’
বিয়ের পর আর ক্যামেরার সামনে দেখা যাবে না মন্তব্য করে পূজা বলেন, ‘আমি যখন বিয়ে করব, তারপর থেকে আমাকে ক্যামেরার সামনে আর দেখা যাবে না। সংসার জীবনে মনোযোগী হব, কারণ দুইটা জিনিস একসঙ্গে ম্যানেজ করা যায় না।’
তবে বিয়ের জন্য মিডিয়ার কাউকে পছন্দ না পূজার। তিনি চান মিডিয়ার বাইরেই কাউকে বিয়ে করতে। নায়িকা বলেন, ‘আমি সবসময় বলেছি, মিডিয়ার কোনো মানুষকে বিয়ে করব না। আমি চাই যাকে বিয়ে করবো, সে যেন আমাকে ভালোবাসে।'
সবশেষ পূজা বলেন, ‘বিয়ের আগ পর্যন্ত চুটিয়ে কাজ করতে চাই। কারণ এখনই আমি বিয়ে করব না। যখন বিয়ে করার সময় হবে, তখন বিয়ে করে সিনেমাকে বিদায় জানাবো।’
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন