মাস কয়েক বাদেই ওয়ানডে বিশ্বকাপ। তার আগে এশিয়া কাপ। বিশ্ব ক্রিকেটের মর্যাদাপূর্ণ এই দুই আসরে অংশগ্রহণের আগেই হুট করে ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।
তার এই আকস্মিক বিদায় চমকে দিয়েছে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে সাধারণ মানুষকেও। কোনোভাবেই যেন মানতে পারছেন না প্রিয় ক্রিকেটারের এমন এক সিদ্ধান্ত।
অবসরের ঘোষণার পর থেকেই তামিমকে নিয়ে নিজেদের প্রতিক্রিয়া ও স্মৃতি জানাচ্ছেন সতীর্থরা। সেই স্রোত যে শুধু ক্রীড়াঙ্গনেই বইছে এমনও নয়। শোবিজ অঙ্গনের তারকারাও ব্যথিত হয়েছেন ওয়ানডে দলের অধিনায়কের ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্তে।
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তামিমের সংবাদ সম্মেলনের কান্নাভেজা চোখের কিছু ছবি পোস্ট করে লিখেছেন, ‘বিশ্বকাপটা খেলে অবসর নিতে পারতেন বাংলাদেশ সর্বকালের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। আগামী জীবনের জন্য শুভকামনা।’
তামিমের এমন বিদায় দেখতে চাননি জানিয়ে তরুণ প্রজন্মের অভিনেতা সিয়াম আহমেদ লিখেছেন, ‘প্রিয় তামিম ভাই, আপনি দেশকে দীর্ঘ ১৬ বছর ধরে সার্ভ করেছেন। কত দারুণ সব মুহূর্ত উপহার দিয়েছেন আমাদের! জহির খানকে ডাউন দ্য উইকেটে মারা ছক্কায় নিজের আবির্ভাবের জানান দেওয়া, লর্ডসের অনার্স বোর্ডে নিজের নাম ওঠানো, এশিয়া কাপে টানা চার ম্যাচে ফিফটি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে রানের বন্যা বইয়ে দেওয়া, ভাঙা হাত নিয়ে নিদহাস ট্রফিতে অসামান্য বীরত্ব— কোনটা রেখে কোনটার কথা বলব? খেলাটার প্রতি আপনার প্যাশন, আপনার আবেগ সব সময়ই আমাদের হৃদয় ছুঁয়ে গেছে।’
‘হ্যাঁ, আপনি পারফেক্ট ছিলেন না। আমরা কেউই তো পারফেক্ট না। আপনার ফর্ম নিয়ে সমালোচনা হয়েছে, ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে কথা হয়েছে। এসব তো জীবনেরই অংশ। কিন্তু আপনার এমন বিদায় আমরা দেখতে চাইনি। আমরা চেয়েছিলাম আপনি মাঠ থেকে বিদায় নেবেন, হাসিমুখে। এমন অশ্রুসিক্ত প্রেস কনফারেন্সের বিদায় আমাদের খারাপ লেগেছে। এখন পরিবারকে সময় দিন। সব কিছু থেকে বিরতি নিয়ে কামব্যাক করুন বাংলাদেশের ক্রিকেটে, সেটি যেকোনো পরিচয়েই। আরও অনেক কিছু দেওয়ার আছে আপনার। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।’
তামিমের অবসরে কষ্ট পেয়েছেন জনপ্রিয় নাট্যনির্মাতা মাবরুর রশিদ বান্নাহ। ফেসবুকে এই নির্মাতা লিখেছেন, ‘তামিম ইকবাল আপনার জন্য কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আপনাকে ভুলতে পারব না। আপনি বাংলাদেশের ক্রিকেটকে যা দিয়েছেন, তা অতুলনীয়। যেভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন তা নির্মম। আপনি এটা ডিজার্ভ করেন না। আপনি বাংলাদেশের হিরো, পাপন গংরা নন। খারাপ দিনে আপনার মতো সুপারস্টাররাও একা, আবারও প্রমাণ হলো। অনেক কথা বলার আছে। এখন শুধুই আপনার প্রতি কৃতজ্ঞতা। আপনাকে ধন্যবাদ মাইটি তামিম ইকবাল’
তামিমের বিদায়ে চিত্রনায়িকা জাহারা মিতু লিখেছেন, ‘এইতো কিছুদিন আগেও সবাই যখন বলত প্রিয় ক্রিকেটার কে? তখন বলতাম, প্রিয় তো সবাই কিন্তু চিটাগাংয়ের বলে তামিম ইকবালকে সব থেকে বেশি ভালো লাগে। একপর্যায়ে তার অফফর্মের জন্য মন বিষন্ন হলো। তার থেকে বেশি বিষন্ন হলো আজকে। কাঁদতে কাঁদতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন তামিম ইকবাল খান। সব সমালোচনা সহ্য করে, ঠান্ডা মাথায়। শেষটা আরও সুন্দর হতে পারত!!’
তামিমের অবসরের ঘোষণা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক। তিনি লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এশিয়া কাপ ও বিশ্বকাপ এর আগে এমন ঘোষণা আমি, আমরা চাই না। মানি না। আপনি এমনটা করতে পারেন তামিম ইকবাল। দেশের জন্য হলেও এই ঘোষণা পরিবর্তন করুন।’
তামিমের কান্নার ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন চিত্রনায়িকা পরীমণি। ওয়ানডে দলের অধিনায়কের কান্না পরীর হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে সেটাই বোঝাতে চেয়েছেন তিনি। ভিডিও শেয়ার করে, কান্না ও কষ্টের ইমোজি শেয়ার করে পরীমণি এক শব্দে লিখেছেন ‘ভাই’।
অভিনেত্রী পূজা চেরি লিখেছেন, বাংলাদেশের সর্বকালের সেরা ড্যাশিং ওপেনার তামিম ইকবাল ভাই। বিশ্বকাপের আগমুহূর্তে তামিম ভাইয়ের এমন বিদায় সত্যি মেনে নেওয়া কঠিন। এই মুহূর্তে তামিম ইকবাল ভাইয়ের বিদায় বাংলাদেশ ক্রিকেটের জন্য দুঃসংবাদ। একজন তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের গর্ব। যতদিন ক্রিকেট থাকবে ততোদিন ক্রিকেট পাগল বাঙালি আপনাকে মনে রাখবে। ভালো থাকবেন প্রিয় তামিম ইকবাল ভাই।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন