জার্মানিতে দ্বিতীয় ধাপের সংক্রমণে বাড়ছে শঙ্কা

gbn

 জিবিনিউজ 24 ডেস্ক //

জার্মানিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তদের সংখ্যা। দেশটিতে প্রায় প্রতিদিনই আক্রান্তের রেকর্ড আগের দিনের রেকর্ডকে ছাড়িয়ে যাচ্ছে। 
 

 

দিন যতই গড়াচ্ছে ইউরোপের অন্যান্য দেশের মত জার্মানিতেও ভয়াবহ আকার ধারণ করছে করোনা। সকালে ৪ হাজারতো বিকেল গড়াতেই সেই আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ায় ৬ হাজারের উপর।

সংক্রমণের হঠাৎ এমন ঊর্ধ্বগতিতে জার্মানির সাধারণ নাগরিকরা রয়েছেন নানা শঙ্কায়।

স্থানীয় এক জার্মান বলেন, দেখুন আমি মনে করি না যে রাস্তায় সমাবেশ বা জনসমাগম করার ফলে করোনার সংক্রমণ বেড়ে যাবে। বরং অপরিকল্পিত বিয়ের অনুষ্ঠানে অংশ নেয়া কিংবা অবৈধ পার্টি বা ডিস্কোতে যাওয়া বা পানশালাতে আড্ডাই সংক্রমণের বড় কারণ।

এদিকে দ্বিতীয় ধাপের সংক্রমণে ভবিষ্যৎ অন্ধকার দেখছেন কর্মজীবী প্রবাসীরা।

জার্মান প্রবাসী এক বাংলাদেশি জানান, করোনা আক্রান্তের প্রথম ধাপের ধকল কাটিয়ে উঠার আগেই দ্বিতীয় ধাপে সংক্রমণ শুরু হয়েছে। এ কারণে প্রবাসী বাংলাদেশি যারা আছি, তারা কমবেশি আর্থিক সংকটে পড়বে। এখানে কাজ করে যারা বাংলাদেশে পরিবারকে সহায়তা করে তারাও সমস্যায় পড়বে।

এরই মধ্যে দেশটির রবার্ট কক ইন্সটিটিউট জানিয়েছে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৮৪২ জন। এছাড়াও নিবিড় পর্যবেক্ষণ শয্যা গুলোতে বাড়ছে করোনা রোগীদের সংখ্যা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন