হঠাৎই একটু বেশি সক্রিয় হয়েছেন ‘মিঠাই’ ধারাবাহিকের সৌমিতৃষা কুণ্ডু। প্রতিদিন নিত্য নতুন পোশাকে শুটিংয়ের ছবি দেখা যাচ্ছে ইনস্টাগ্রামে।
সম্প্রতি কালো চামড়ার জ্যাকেটে একটি রিল ভিডিও পোস্ট করেছেন সৌমিতৃষা। যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। সেই ছবি পোস্ট করতে না করতেই হলুদ লম্বা জ্যাকেট পরা একটি ছবি এবং ভিডিও পোস্ট করেন নায়িকা। এ নিয়ে শুরু হয়েছে হাসির রোল।
‘মিঠাই’ সিরিয়ালে অভিনয়ের পর থেকে নায়িকার জনপ্রিয়তা বেড়েছে। তবে তাকে শাড়ি পরা ঘরোয়া লুকে দেখেই অভ্যস্ত অনুরাগীরা। তাই এমন আধুনিক পোশাক, সঙ্গে মেকআপ দেখে দর্শকের একাংশ অবাক। একজন লিখেছেন, “গায়ক বাদশার জ্যাকেট পরেছেন নাকি?” অন্য একজন লিখেছেন, “কেন এমন অদ্ভুত পোশাক পরেছেন?” আবার অন্য আর এক জন লিখেছেন, “নায়িকা সাজার জন্য এমন বোকা পোশাক পরেছেন!”
তবে এসবের জবাব দেননি সৌমিতৃষা। তিনি আপাতত কয়েক দিনের বিরতিতে।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন