ওয়াসার এমডির মেয়াদ আরও তিন বছর বাড়ানোর সুপারিশ

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে আরও তিন বছরের জন্য তাকসিম এ খানের মেয়াদ বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) অনুষ্ঠিত ওয়াসার বোর্ড সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে বোর্ড সভা সূত্রে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা ওয়াসার এক কর্মকর্তা জানান, তাকসিম এ খানের মেয়াদ আরও তিন বছর বাড়ানোর প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটি এখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যাবে। পরে বিভিন্ন ধাপ পেরিয়ে অনুমোদন হলে ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান নিজ পদে আরও তিন বছরের জন্য থাকবেন।

বোর্ড সভা সূত্রে জানা গেছে, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে আরও তিন বছরের জন্য তাকসিম এ খানের মেয়াদ বাড়ানোর সুপারিশ করা হলে, সভায় ওয়াসা বোর্ডের ৯ সদস্যে মধ্যে তিনজন নোট অব ডিসেন্ট বা আপত্তি দেন। বাকি ৬ জনই এমডির মেয়াদ বাড়ানোর পক্ষে মত দিয়েছেন।  

তাকসিম এ খানের মেয়াদ বাড়ানোর সুপারিশ যদি কার্যকর হয় তাহলে সপ্তম বারের মতো ওয়াসার দায়িত্ব পাবেন তিনি।২০০৯ সালে প্রথম দফায় নিয়োগ পাওয়ার পর থেকে বিভিন্ন সময় মেয়াদ বাড়িয়ে আর পদ ছাড়তে হয়নি তাকসিম এ খানকে।

জানা গেছে, ১৯৯৬ সালের ওয়াসা অ্যাক্ট অনুযায়ী পরিচালিত হয় ঢাকা ওয়াসা। এ আইনে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা হচ্ছেন এমডি। ওয়াসা বোর্ডের প্রস্তাব বা সুপারিশ অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে এমডি পদে নিয়োগ দেয় সরকার।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন