গুলশান শপিং সেন্টার সিলগালা, সড়ক অবরোধ করে ব্যবসায়ীদের প্রতিবাদ

রাজধানীর গুলশান-১ এলাকায় পরিত্যক্ত বহুতল ভবন গুলশান শপিং সেন্টার সিলগালা ঘোষণার পর বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেছে ব্যবসায়ী ও কর্মচারীরা।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৩ এর কর্মকর্তারা ঝুঁকিপূর্ণ ভবনটি সিলগালা করতে যাওয়ার পর এ ঘটনা ঘটে।

সর্বশেষ দুপুর একটা পর্যন্ত গুলশান ১ গোল চত্বর এলাকা অবরোধ করে রেখেছে ব্যবসায়ী কর্মীরা। 

বিষয়টি নিশ্চিত করে গুলশান ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মুস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, গুলশান-১ এলাকায় একটি ভবন পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ ছিল। সেটি আজ সিলগালা করতে এসেছিলেন ডিএনসিসি কর্মকর্তারা। এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটও রয়েছেন। তাদের উপস্থিতিতেই ব্যবসায়ী ও কর্মচারীরা বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন। এখন পর্যন্ত গুলশান গোল চত্বর এলাকার চারদিকে সড়ক চলাচল বন্ধ রয়েছে। 

গুলশান বিভাগ পুলিশের গুলশান জোনের সরকারী পুলিশ কমিশনার আব্দুল আল মাসুম ঢাকা পোস্টকে বলেন, সড়ক অবরোধের খবরে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সড়ক সচলের চেষ্টা করা হচ্ছে। ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে খবর দেওয়া হয়েছে।

তবে এ ব্যাপারে একাধিকবার ফোন করেও ডিএনসিসি অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা(উপসচিব) মো. জুলকার নায়নের বক্তব্য পাওয়া যায়নি।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন