মৌলভীবাজার প্রতিনিধি ॥ দরিদ্র সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে নারী ও শিশুর প্রতি জে-ার ভিত্তিক নির্যাতন প্রতিরোধ পুরুষ ও কিশোরীদের অংশ গ্রহনে কমিউনিটি সুরক্ষা কমিটির সাথে মতবিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২১অক্টোবর) বুধবার মৌলভীবাজার জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত কমিউনিটি সুরক্ষা কমিটির সাথে মতবিমিয় সভায় সভাপতিত্ব করেন সাবিনা ইয়াসমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ভিকারুন নেছা। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা বিষযক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার শামছুন নাহার, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। কমিউনিটি সুরক্ষা কমিটির সাথে মতবিমিয় সভায় বক্তব্য রাখেন সালেহ আহমদ,শাহী আলম, উজ্জল কুবি প্রমুখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন