স্কটিশ পার্লামেন্টে প্রথম এমপি ফয়সল চৌধুরীকে লন্ডনে বিশাল সংবর্ধনা

gbn

কিবরিয়া চৌধুরী  ||

বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ড. মুশফিক হোসেন চৌধুরীর নাতি স্কটিশ পার্লামেন্টে বাঙালি বংশোদ্ভূত প্রথমবারের মত নির্বাচিত ফয়সল চৌধুরী এম এস পি’র সম্মানে গত ১০ই জুলাই সোমবার পূর্ব লন্ডনের ঐতিহাসিক কিংসলি হলে টাওয়ার হ্যামলেটস্ বি এম ইর উদ্যোগে এক সম্বর্ধনা অনুষ্ঠিত হয়।

 

টাওয়ার হেমলেটস কাউন্সিলের সাবেক লিডার হেলাল আব্বাসের সভাপতিত্বে এবং ড. আনিছুর রহমান আনিছ ও রুহুল আমিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে আমন্ত্রিত অথিতিদেরকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সাবেক স্পিকার খালেস উদ্দিন আহমেদ। সভায় সম্বর্ধিত অথিতি ফয়সল চৌধুরী এম এস পি, বিশেষ অতিথি লন্ডন এসেম্বলী মেম্বার উমেস দেসাই, কেমডেনের মেয়র কাউন্সিলর নাজমা রহমান এবং নিউহাম কাউন্সিলের চেয়ার কাউন্সিলর রহিমা রহমানকে ফুল দিয়ে বরণ করেন আয়োজকবৃন্দ এবং লন্ডনের বিভিন্ন কাউন্সিলের নির্বাচিত কাউন্সিলর ও কমিউনিটি নেতৃবৃন্দ।

 

সভাপতি হেলাল আব্বাসের সুচনা বক্তব্যের পর বিভিন্ন কাউন্সিল থেকে আগত কাউন্সিলর, সাবেক স্পিকার এবং মেয়র, সাবেক কাউন্সিলরসহ কমিউনিটি নেতৃবৃন্দ সম্বর্ধিত অতিথি ফয়সল চৌধুরী এমএসপিকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন।

 

অন্যান্যের মধ্যে বক্তব্য টাওয়ার হেমলেটস লেবার গ্রুপ লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, সাবেক মেয়র দরস উল্লাহ, আয়েশা কুরেশি এম বি ই, সাবেক স্পিকার আব্দুল মুকিত চুনু এম বি ই, কাউন্সিলর আসমা বেগম, কাউন্সিলর আসমা ইসলাম, কাউন্সিলর আব্দাল উল্লাহ, ক্রয়ডন কাউন্সিলর মোঃ ইসলাম, কাউন্সিলর ফারুক আহমেদ, কাউন্সিলর রেবেকা সুলতানা, সাবেক কাউন্সিলর সাদ চৌধুরী, কাউন্সিলর শুভ হুসেইন, ক্রিস উইরাল, সাবেক স্পিকার মিজান চৌধুরী, সাবেক কাউন্সিলর কাহার চৌধুরী, এন এইচ এস ম্যানেজার খসরুজ্জামান, মনির হুসেইন, আব্দুল আহাদ চৌধুরী, শেবুল খান প্রমুখ।

 

উল্লেখ্য যে, বাঙালি বংশোদ্ভূত ফয়সল চৌধুরী হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বদরদী গ্রামের সন্তান।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন