নবীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বিয়েতে স্প্রে মারাকে কেন্দ্র করে মারামারি! পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত করে মধ্য রাতে বিয়ে

নবীগঞ্জ প্রতিনিধি ||

গতকাল শুক্রবার রাত ৯টা ১২ মিনিটের সময় একটি ফোনকল আসে ইনাতগঞ্জ ফাঁড়িতে। বলা হয় স্বস্তিপুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতার সময় বরযাত্রীর উপস্থিতিতে গেইটে স্প্রে মারাকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজনের মধ্যে বাগবিতণ্ডা ও কিলঘুষি এক পর্যায়ে কনে পক্ষের লোকজন দা ও লাঠিসোটা নিয়ে বরপক্ষের উপর আক্রমণ করে। এতে  ৮/৯ জন আহত হন।আহতদের মধ্যে ২/৩জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। উক্ত সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে টানা বৃষ্টির মধ্যে ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন কালে দেখা যায় বিয়ের প্যান্ডেল ভাঙ্গা, টেবিল চেয়ার এলোমেলো অবস্থায় কাঁদায় পড়ে আছে। ঘটনার সত্যতা পেয়ে পর্যায়ে স্থানীয়ভাবে উভয় পক্ষকে বুঝিয়ে বিষয়টি নিষ্পত্তি করা হয়। পরে পুলিশের উপস্থিতিতে অর্ধশতাধীক বরযাত্রীদেরকে খাওয়া-দাওয়া করিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। রাত অনুমান ২টার দিকে কন্যার বাড়িতে জামাইসহ চারজন কে রেখে অবশিষ্ট বরযাত্রী আনুষ্ঠানিকতা শেষে স্মুথলি চলে যায়। আজকে বিকাল অনুমান ৪টার দিকে  জামাইবাবু শান্তিপূর্ণ পরিবেশে নব-বধূকে নিয়ে তার নিজ বাড়িতে যান। তাৎক্ষণিকভাবে সমপযোগী এ 
পদক্ষেপ না নিলে বিয়ে ভাঙ্গা সহ মামলা-মোকদ্দমায় জড়িয়ে বড় ধরনের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হতো। পুলিশের এ কার্যক্রম দেখে উপস্থিত দু'পক্ষের লোকজনের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ি ইনচার্জকে ধন্যবাদ জানান।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন