এখনো রেশ কাটেনি ‘সুড়ঙ্গ’র। এই ছবির ‘মাসুদ’ চরিত্রটি এখন সবার মুখে মুখে। ব্যাংক লুটেরা চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন আফরান নিশো। এবার খোলস পাল্টে হয়ে গেলেন আইনজীবী। যেখানে ‘রেজা’ চরিত্রে ধরা দেবেন এ অভিনেতা।
রোববার (১৬ জুলাই) বিকেলে আফরান নিশোর নতুন একটি লুক প্রকাশ করে হইচই কর্তৃপক্ষ। জানা যায়, ওয়েব সিরিজ ‘সাড়ে ষোল’-তে আইনজীবীর চরিত্রে ধরা দেবেন এই তারকা অভিনেতা। যেখানে তার চরিত্রের নাম রেজা। আগামী ১৭ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে মিস্ট্রি-থ্রিলার ধাঁচের সিরিজটি। যেটি পরিচালনা করেছেন ইয়াসির আল হক।
এই সিরিজে স্বনামধন্য এক রিয়েল এস্টেট কোম্পানির পক্ষে হাইপ্রোফাইল মামলা লড়বেন আইনজীবী রেজা। ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেসটির শুনানিতে যাবার আগের রাতে তার জীবনে আসে জটিল মোড়।
সিরিজটি নিয়ে আফরান নিশো বলেন, ‘রেজা অত্যন্ত বুদ্ধিমান এবং সফল আইনজীবী, পাশাপাশি সে খুবই চতুর কিন্তু একজন ফ্যামিলি ম্যান। এটি এমন একটি চরিত্র যা আমাকে খুব আকর্ষণ করেছে এবং আমাকে রেজা হিসাবে দেখার পর দর্শকদের কী প্রতিক্রিয়া হয় তা জানার জন্য আমি অপেক্ষা করছি।’
পরিচালক ইয়াসির আল হক বলেন, “এটি আমার প্রথম ওয়েব সিরিজ। আসলে কোনো শব্দই আমার এই উত্তেজনা সঠিকভাবে প্রকাশ করতে পারবে না। ‘সাড়ে ষোল’ সিরিজটি একেবারে আমার কমফোর্ট জোনের বাইরে ছিল এবং এ কারণেই আমি এই সিরিজটি দিয়ে আমার ওটিটি যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। আমি বিশ্বাস করি সিরিজটি আমাদের এমন জায়গায় নিয়ে যাবে যেখানে দর্শকরা ফ্লোর ১৬.৫-এ আটকে যাবেন আর এই ‘সাড়ে ষোল’ ব্যাপারটা সিরিজটির প্রোমোশনাল এলেই দর্শকদের কাছে পরিষ্কার হয়ে যাবে।”
উল্লেখ্য, হইচইয়ের ‘কাইজার’ সিরিজ দিয়ে প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে নাম লেখান আফরান নিশো। এতে নাম ভূমিকায় অভিনয় করে বাজিমাত করেন তিনি। নিজের নতুন সিরিজটি নিয়েও বেশ আশাবাদী এ অভিনেতা।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন