কাপ্তাই হ্রদে আরও এক মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা

দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম হ্রদ কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পানি বৃদ্ধি না পাওয়ায় মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে রাঙামাটি জেলা প্রশাসন। রোববার (১৬ জুলাই) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাঙামাটির ব্যবস্থাপক কমান্ডার আশরাফুল ইসলাম ভুঁইয়া, রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল আল মাহামুদ, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমীন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট রাঙামাটির বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ রিপন মিয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন, প্রতি বছর কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধির লক্ষ্যে তিন মাসের জন্য মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ বছর যখন মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তখন হ্রদে যে পরিমাণ পানি ছিল এখন তার থেকেও কমে গেছে। পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় হ্রদে পানির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে না। তাই মাছ ধরায় নিষেধাজ্ঞা আরও এক মাস বৃদ্ধি করা হলো। আশা করা যাচ্ছে এই নিষেধাজ্ঞা বৃদ্ধির সিদ্ধান্ত মৎস্য সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

এই বাড়তি এক মাসের নিষেধাজ্ঞার সময়ে জেলেদের যাতে কষ্ট কম হয় সেজন্য এক মাসের বাড়তি খাদ্যশস্য বরাদ্দ দেওয়ার জন্য সরকারকে অবহিত করা হবে বলে জানান বক্তারা।

উল্লেখ্য, প্রতি বছর কাপ্তাই হ্রদে মাছের বংশবৃদ্ধির জন্য মাছ আহরণ তিন মাস বন্ধ রাখা হয়। এ বছর ১৯ এপ্রিল মধ্যরাত থেকে ১৮ জুলাই মধ্যরাত পর্যন্ত মাছ ধরা, বাজারজাতকরণ এবং পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল রাঙামাটি জেলা প্রশাসন। সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়িয়ে ১৯ আগস্ট করা হয়েছে। 

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন