রাষ্ট্রপতির কাছে নবনিযুক্ত সুইস রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে সুইজারল্যান্ডের নবনিযুক্ত রাষ্ট্রদূত রেতো রেংগলি। সোমবার (১৭ জুলাই) বঙ্গভবনে রাষ্ট্রপতির কা‌ছে পরিচয়পত্র পেশ করেন নতুন এ সুইস রাষ্ট্রদূত।

রেতো রেংগলি রাষ্ট্রপ‌তি‌কে ব‌লেন, গত পাঁচ দশকে দুই দেশের মধ্যে একটি দৃঢ় এবং বৈচিত্র্যপূর্ণ অংশীদারিত্ব গড়ে উঠেছে। দ্বিপাক্ষিক এ সম্পর্ক আরও জোরদার ও প্রসারিত করার জন্য কাজ করে যাবেন বলে তিনি রাষ্ট্রপ‌তি‌কে জানান।

রাষ্ট্রদূত ব‌লেন, গত বছর সুইজারল্যান্ড ও বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করেছে। বার্ষিক এক বিলিয়ন ডলারেরও বেশি দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সুইস বিনিয়োগকারীদের সরব উপস্থিতির মাধ্যমে দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিকে আরও মজবুত করে তুলেছে।

তি‌নি ব‌লেন, চলমান সুইস উন্নয়ন সহযোগিতা কর্মসূচিগুলোর লক্ষ্য অনুন্নত দেশের কাতার থেকে বাংলাদেশের টেকসই উত্তরণে সহায়তা করা। মানবিক সহায়তা দ্বিপাক্ষিক সম্পর্কে সবসময়ই একটি গুরুত্বপূর্ণ উপাদান যার ধারাবাহিকতায় রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবেলায় সুইজারল্যান্ড বাংলাদেশকে সহায়তা করে যাচ্ছে।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন