সবাইকে নিমন্ত্রণ মেসির, অভিষেক কবে কখন?

জমকালো আয়োজনে লিওনেল মেসিকে বরণ করে নিয়েছে ইন্টার মায়ামি। ফ্লোরিডার ড্রাইভ পিংক স্টেডিয়ামে সমর্থকদের সঙ্গেও প্রথম দেখা হয়ে গেছে বিশ্বজয়ী এই ফুটবলারের। সব ধরনের আনুষ্ঠানিকতার পর এবার মাঠে নামার অপেক্ষায় রয়েছেন মেসি।

সেই অপেক্ষাও খুব বড় হচ্ছে না। আগামী ২১ তারিখ (শুক্রবার) স্থানীয় সময় সন্ধ্যায় মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে মাঠে নামতে চলেছেন সর্বকালের অন্যতম সেরা এই তারকা। আর এই দিনেই সবাইকে নিমন্ত্রণ জানিয়ে রাখলেন মেসি।

ইউরোপীয় ফুটবলের পাট চুকিয়ে যুক্তরাষ্ট্র অধ্যায় শুরুর আগে নতুন ক্লাব সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন মেসি। ইনস্টাগ্রামে এক পোস্টে মেসি লিখেছেন, ‘গতকালের জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। অনুষ্ঠানের পরিকল্পনা যেভাবে করা হয়েছিল, সেটা একটু পাল্টে দিয়েছে বৃষ্টি। কিন্তু এরপরও সবকিছু দারুণ ছিল। যারা এসেছিলেন, সবাইকে ধন্যবাদ।’


সমর্থকদের ভালোবাসায় আপ্লুত মেসি আরও লিখেছেন, ‘আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন, এর জন্য ধন্যবাদ। যারা পারফর্ম করেছে, সেই শিল্পীদেরও ধন্যবাদ।’

     
     
     
     
     

ইনস্টাগ্রামের পোস্টের সবশেষে মেসি শুক্রবার ক্রুস আজুলের বিপক্ষে ম্যাচের জন্য সবাইকে নিমন্ত্রণ করে জানিয়ে বলেন, ‘শুক্রবার আবার দেখা হবে।’

অভিষেক ম্যাচের টিকিটের আকাশছোঁয়া দাম

মেসির অভিষেক ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ প্রতিনিয়ত বাড়ছে। আর এরই সুযোগ নিচ্ছে তার ক্লাব ইন্টার মায়ামি। আকাশছোঁয়া দামে বিক্রি হচ্ছে ম্যাচের টিকিট। টিকিট বিক্রয় সংস্থা ভিভিড টিকিটস জানিয়েছে, ক্রুজ আজুলের বিপক্ষে মেসির অভিষেক ম্যাচের টিকিটের দাম ধরা হয়েছে হচ্ছে এক লাখ দশ হাজার ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।

তবে এই মূল্যে যারা টিকিট কিনবেন, তারা ভিআইপি আসনে বসে মেসির খেলা দেখার সুযোগ পাবেন। এর চেয়ে অনেক কমেও টিকিট সংগ্রহ করা যাবে। তবে, ভিভিড টিকিটস জানিয়েছে, সবমিলিয়ে ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচে টিকিটের গড় মূল্য ৪৮৭ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৫৩ হাজার টাকা। এর আগে, এত দামে এমএলএসের আর কোনো ম্যাচের টিকিট বিক্রি করা হয়নি।

শুধু ম্যাচ টিকিটের দামই নয়, মেসিকে কেন্দ্র করে নিজেদের জার্সির দামও বাড়িয়েছে ইন্টার মায়ামি। মেসির নাম সম্বলিত প্রতিটি জার্সি এখন বিক্রি হচ্ছে ২০০ ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২২ হাজার টাকার কাছাকাছি।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন