ইউনিয়ন পরিষদের সবিবের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় বিচার চেয়ে ইউএনও'র কাছে স্বারকলিপি পেশ

গোলাপগঞ্জ প্রতিনিধি  ||

পগঞ্জের ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের সচিব নজরুল ইসলাম, হিসাব সহকারী সাইফুর রহমান চৌধুরী ও ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদেও সচিব ইয়াহিয়া সিদ্দিক ওপর শারীরিক ে মানসিক নির্যাতনের তদন্তের সাপেক্ষে সুষ্ট বিচারের দাবিতে স্বারকলিপি দেয়া হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসূমী মান্নানের কাছে এ স্বারকলিপি পেশ করে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচির সমিতি ( বাপসা)  গোলাপগজ উপজেলা শাখা। 

ইউএনও’র কাছে দেয়া স্বারকলিপিতে উল্লেখ করা হয়, গত রোববার ফুলবাড়ী ইউনিয়ন পরিষদেও সচিব নজরুল ইসলাম াপিসে দায়িত্ব পালন অবস্থায় কিছমত মাইজভাগ গ্রামের কামরান আহমদ মাসুদ কর্তৃক শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। এদিন

 ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদেও সচিব ইয়াহিয়া দায়িত্ব পালনকালে এ ইউনিয়নের ১নং ওয়ার্ডেও মেম্বার সেলিম আহমদের হাতে ইতোমধ্যে বিভিন্ন সময়ে সচিবরা নির্যাতনের শিকার হয়। নির্যাতনের মিকার ইউনিয়ন পরিষদের সচিব ও হিসাব সহকারী প্রশাসের কাছে আবেদন করেছেন। ঘটনার ৩দিন অতিবাহিত হওয়া সত্বেও হামলাকারীদেও বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়া হচ্ছেনা। গটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার জন্য তারা স্বারকলিপিতে অনুরোধ জানিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি ফয়জুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান সহ সকল ইউপির সচিবগন। স্বারকলিপি পাওয়ার কথা নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসূমী মানান। 

 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন