আবদুল্লাহ আল মাসুম ||
==============.>>
সময়,চোখে যায় না দেখা!
দেখিয়ে দেয়, হায়!
আপন ও পর, দুটি ভাগের
প্রভেদ বোঝা যায়।
চারিপাশে আছে কতো
চোরাবালির টান !
বলিয়া রস, বিষ খাওয়াবে
কেড়ে নেবে প্রান!
দূর্বলতা পেলে কিছু
করিবে আঘাত-
ঈর্ষা করে জ্বলবে পুড়ে
নিজেই সাক্ষাৎ!
বিপদ হলে, চিনবে না তো !
পাল্টি দেবে, আর-
কাঁটা ঘায়, দেয় নুন, অথচ-
মলমের দরকার!
সঠিক মানুষ চিনতে হলে
ওরে, আমার মন-
খারাপ সময় আয় জীবনে,
তা খুব প্রয়োজন।
চিনতে মানুষ বুঝে শুনে
ভাগ করিতে হয় -
মুখ,ও মুখোশ জগত জোড়া
দুটি পরিচয়।
১৮ জুলাই, ২০২৩, ১০.৫৬ রাত।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন