ক্রিশ্চিয়ানো রোনালদো আর বার্সেলোনা যেন দুই মেরুর দুই প্রান্ত। তবে, রোনালদোকে আদর্শ মেনে বড় হওয়া হোয়াও ফেলিক্স আগ্রহ দেখালেন সেই বার্সেলোনার প্রতিই। জানালেন, বার্সেলোনাই তার স্বপ্নের ক্লাব। কাতালুনিয়ার ক্লাবটিতে খেলতে মুখিয়ে আছেন তিনি।
পর্তুগালের তরুণ খেলোয়াড় হোয়াও ফেলিক্স বর্তমানে খেলছেন লা লিগার ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদে। তবে মাদ্রিদের ক্লাবটিতে মন টিকছে না তার। ক্লাবের কোচ ডিয়েগো সিমিওনের সাথে বনিবনা না হওয়ায় আগ্রহ হারিয়ে ফেলেছেন ফেলিক্স। অনেকটা পরিস্থিতির চাপেই ইংলিশ ক্লাব চেলসিতে ধারে পাঠানো হয়েছিল তাকে।
তবে, চেলসিতেও খুব বেশি ভাল কিছু করে দেখাতে পারেননি এই পর্তুগিজ তারকা। লন্ডনের ক্লাবটির হয়ে ২০ ম্যাচে করেছেন মাত্র ৪ গোল। অ্যাসিস্টের সংখ্যা শূন্য। মৌসুম শেষে আবার সেই অ্যাতলেটিকোতেই ফিরতে হয়েছে তাকে। তবে, এবার তিনি দল ছাড়তে উদগ্রীব।
নিজের পরবর্তী গন্তব্যের ইস্যুতে দলবদলের নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোকে ফেলিক্স জানিয়েছেন, ‘আমি বার্সেলোনায় খেলতে চাই। বার্সেলোনায় খেলাটা সব সময়ই আমার প্রথম পছন্দ ছিল। ছোটবেলা থেকেই বার্সেলোনায় খেলা আমার স্বপ্ন। যদি আমি খেলতে পারি, তাহলে সেটি হবে স্বপ্ন পূরণের মতো এক ব্যাপার।’
অবশ্য, বার্সেলোনা ফেলিক্সের প্রতি আগ্রহী কিনা তা নিয়েও আছে বড় প্রশ্ন। শেষ মৌসুমটা যেমন ভালো কাটেনি তার, তেমনি নামের পাশেও আছে বড় অঙ্কের রিলিজ ক্লজ। অ্যাতলেটিকো মাদ্রিদের সাথে চুক্তির সময় তার রিলিজ ক্লজ ধরা হয়েছিল ৩৫০ মিলিয়ন ইউরো। তবে, বর্তমানে ১০০ মিলিয়ন ইউরোতেই তাকে ছেড়ে দিতে পারে মাদ্রিদের ক্লাবটি।
অবশ্য, এত চড়া দামে তাকে কেনার ব্যাপারে আগ্রহী নয় বড় কোন ক্লাব। ম্যানচেস্টার ইউনাইটেড এবং পিএসজির সাথে তার চুক্তির ব্যাপারে গুঞ্জন শোনা গেলেও এর কোনোটিই খুব বেশি জোরালো নয়।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন