খেলার জন্য অফিসের সময়ে পরিবর্তন এনেছে ব্রাজিল

গত ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা দেখতে গিয়ে চাকরি হারিয়েছিলেন দেশটির একও তরুণী। মূলত অফিসে অসুস্থতার কথা বলে মাঠে গিয়েছিলেন  হুইলেন বারবিয়েরি নামের সেই তরুণী। পরে একটি সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়েন তিনি। যার ফলে অফিস থেকে বরখাস্ত করা হয় তাকে। তবে আসন্ন নারী ফুটবল বিশ্বকাপে অন্তত ব্রাজিলে এমন ঘটনা ঘটার সম্ভাবনা থাকছে না।

ব্রাজিলের সরকারি কর্মচারীদের অফিসের জন্য খেলা দেখতে না পারার বিড়ম্বনা থেকে মুক্তি দিচ্ছে খোদ দেশটির সরকার। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে আয়োজিত বিশ্বকাপের ম্যাচ ঠিকঠাক উপভোগ করার সুযোগ করে দিতে সরকারি কর্মচারীদের অফিসের সময়সূচি বদলে দেওয়ার ঘোষণা দিয়েছে ব্রাজিল সরকার।

অস্ট্রেলিয়ায় মার্তাদের বিশ্বকাপ ম্যাচগুলো শুরু হবে ব্রাজিলের স্থানীয় সময় ভোরবেলায়। ভোরে এই ম্যাচ চলাকালে কর্মীদের অফিসে আনা সহজ হবে না বলে বিশ্বাস ব্যবস্থাপনা মন্ত্রী ইসথের ডিউইকের। যে কারণে ম্যাচ শেষ হওয়ার দুই ঘণ্টা পর অফিসে আসার অনুমতি দেওয়া হয়েছে সরকারি কর্মচারীদের।

এ বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে ডিউইক বলেছেন, ‘যেসব দিনে ম্যাচ ব্রাজিলের স্থানীয় সময় ৭টা ৩০ মিনিটে শুরু হবে, সেসব দিনে অফিস শুরু হবে বেলা ১১টায়। আর যেসব দিনে খেলা শুরু হবে সকাল ৮টায়, সেসব দিনে অফিসের কাজের জন্য দুপুর ১২টায় এলে হবে।’

আগামীকাল শুরু হবে নারীদের ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই। উদ্বোধনী ম্যাচে নরওয়ের বিপক্ষে খেলবে স্বাগতিক নিউজিল্যান্ড। ব্রাজিল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ২৪ জুলাই। শুরুর ম্যাচে তারা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে পানামাকে। দ্বিতীয় ম্যাচে ২৯ জুলাই ব্রাজিলের প্রতিপক্ষ ফ্রান্স। আর জ্যামাইকার বিপক্ষে ব্রাজিল গ্রুপের শেষ ম্যাচ খেলবে ২ আগস্ট।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন