শাহরুখের বড় ভক্ত স্ত্রী, জানালেন নয়নতারার স্বামী

প্রথমবারের মতো একসঙ্গে জুটি বেঁধে কাজ করলেন বলিউড বাদশাহ শাহরুখ খান ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা নয়নতারা। 

শাহরুখের নতুন সিনেমা ‘জওয়ান’-এ দেখা যাবে এই দুই তারকার রসায়ন। ইতোমধ্যেই সিনেমার প্রিভিউ ভিডিও ও পোস্টারে তাক লাগিয়েছেন এই জুটি।

ভিন্ন ভিন্ন লুকে শাহরুখের দেখা মিললেও অ্যাকশন মেজাজে হাজির হয়েছেন দক্ষিণী লেডি সুপারস্টার। সিনেমার এক পোস্টারে কালো পোশাকে বন্দুক হাতে দেখা গেছে নায়িকাকে। 

শাহরুখের সঙ্গে প্রথমবারের মতো অভিনয়ের প্রশংসা করেছেন নয়নতারার স্বামী দক্ষিণের বিখ্যাত পরিচালক বিঘ্নেশ শিবন। এক টুইটবার্তায় তিনি লিখেছেন, ‘তোমার জন্য খুবই খুশি ও গর্বিত নয়নতারা। শাহরুখ খান স্যারের একজন বড় ভক্ত তুমি। শুধু শাহরুখেরই সিনেমা দেখতে। আর সেখান থেকে তার বিপরীতে অভিনয় সত্যিই বড় একটি বিষয়।’

স্ত্রীর উদ্দেশে তিনি লিখেছেন, ‘তোমার যাত্রা কেবল শুরু হলো। প্রিয় বউ, তুমিই অনুপ্রেরণা। আমাদের পুরো পরিবার তোমার জন্য গর্বিত।’

এর আগে এক প্রশ্নের জবাবে নয়নতারাকে নিয়ে শাহরুখ বলেছিলেন, ‘সে খুবই মিষ্টি একজন মেয়ে। অনেক বেশি ভালোবাসা এবং শ্রদ্ধা তার প্রতি।’

প্রসঙ্গত, অ্যাটলির পরিচালনায় ‘জওয়ান’-এ শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে নয়নতারাকে। আগাম ঝলকে অ্যাকশনে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। এছাড়াও দেখা গেছে বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রাসহ একঝাঁক তারকাকে।  আগামী ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন