মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকে :যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান শুরু করেছেন মার্কিন ইমিগ্রেশন এবং শুল্ক প্রয়োগকারী (আইস) কর্মকর্তারা। ২১ অক্টোবর এক ঝটিকা অভিযান চালিয়ে নিউইয়র্কের বিভিন্ন স্থান থেকে ৫৪ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে আইস। গ্রেফতারকৃতদের মধ্যে কোনো বাংলাদেশি নেই। পরে অবশ্য গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্য থেকে ৩০ জনকে স্থানীয় আইন প্রয়োগকারীর হেফাজত থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং বাকিদের আইসের হেফাজতে আটক রাখার জন্য স্থানান্তর করা হয়েছে। গ্রেফতার হওয়া অভিবাসীরা চীন, ডোমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, গ্রেনাডা, গায়ানা, হন্ডুরাস, আয়ারল্যান্ড, জ্যামাইকা, মেক্সিকো, মোল্দোভা, মোজাম্বিক, পাকিস্তান, পানামা, পেরু ও সেন্ট লুসিয়ার নাগরিক। আইসের হাতে গ্রেফতার হওয়া নিউইয়র্কের বেশির ভাগ ব্যক্তির বিরুদ্ধে সম্প্রতি হামলা, শিশুর যৌন নির্যাতন, ধর্ষণ, ভারী আগ্নেয়াস্ত্রের ব্যবহার, চুরি, সম্পত্তি দখল, মাদক ব্যবসা, মাদক সেবনের পর গাড়ি চালানো, ডাকাতি এবং গ্র্যান্ড লারসিনির মতো অভিযোগ রয়েছে। চলতি অক্টোবরের শুরুর দিকে প্রায় কয়েকশ অবৈধ অভিবাসী অন্য অঙ্গরাজ্য থেকে নিউইয়র্কে এসে আশ্রয় নিয়েছেন – এমন খবরে আইস কর্মকর্তারা এ অভিযান চালিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আইস কর্মকর্তারা নিউইয়র্ক সিটির পাশাপাশি নাসাও, সাফলক, ডাচেস, আলস্টার এবং ওয়েস্টচেস্টারের প্রতিবেশী কাউন্টিগুলোতে এই গ্রেফতার অভিযান চালিয়েছেন। নিউইয়র্ক শহরকে অবৈধ অভিবাসীদের অভয়ারণ্য শহর হিসেবে চিহ্নিত করেছেন আইস কর্মকর্তারা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন