টুইটারেও মেসি ঝড়

gbn

দুর্দান্ত এক ফ্রিকিকে মার্কিন ফুটবলে নিজের উপস্থিতি জানান দিয়েছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। নিশ্চিত ড্র হতে যাওয়া ম্যাচের অন্তিম সময়ে তার করা গোল ইন্টার মায়ামিকে এনে দিয়েছে আরাধ্য এক জয়। ম্যাচ শেষের একদিন পরেও থামেনি মেসির গোল নিয়ে উন্মাদনা।  

যুক্তরাষ্ট্রে মেসির প্রথম গোলের ভিডিও নিজেদের টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছিল মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ। এরপর থেকেই সারাবিশ্বের লাখো মানুষের কাছে পৌঁছে গিয়েছে সেই গোল। টুইটারে ৫১ মিলিয়ন বার দেখা হয়েছে ফ্রিকিকটি।

টুইটার ছাড়াও ফেসবুকেও অসংখ্য মানুষ দেখেছে মেসির গোলটিকে। শুধুমাত্র মেজর লিগ সকারের ফেসবুক পেইজ থেকেই ২১ মিলিয়নের বেশিবার দেখা হয়েছে ভিডিও। 

মেসির গোল ছাড়াও পুরো ম্যাচে মেসির উপস্থিতি নিয়ে আলাদা ভিডিও প্রকাশ করেছে এমএলএস কর্তৃপক্ষ। সেই ভিডিওতেও ছিল ভক্তদের উন্মাদনা। দেখেছেন কয়েক মিলিয়ন মানুষ। এছাড়াও আরও বিভিন্ন সব ভিডিও ফুটেজ ইন্টারনেটে রীতিমতো ভাইরাল হতে শুরু করেছে। 

যুক্তরাষ্ট্রের ক্রীড়াজগতে বিভিন্ন খেলার সরাসরি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা খুবই পরিচিত এক দৃশ্য। এনবিএ, এনএফএল কিংবা এমএলএসের টুইটারে প্রায়ই খেলার বিভিন্ন ভিডিও ফুটেজ প্রকাশ করা যায়। ইউরোপিয়ান ক্রীড়াঙ্গনে কপিরাইট ইস্যু থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্রে এমন বিধান দেখা যায় না। 

মূলত নিজেদের খেলার মানের ব্র্যান্ডিং করতেই এমন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্রের ক্রীড়া সংস্থাগুলো। মেসির গোলের ফুটেজ প্রকাশ তারই এক অংশ।  

মেসির অভিষেক ম্যাচ ঘিরে ফ্লোরিডার ড্রাইভ পিংক স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন বিভিন্ন অঙ্গনের নামী সব মুখ। বাস্কেটবলের কিংবদন্তি লেব্রন জেমস, টেনিসের সেরেনা উইলিয়ামস, রাগবির টম ব্র্যাডি ছাড়াও ছিলেন সেলেব্রেটি জগতের নামী অনেক মুখ। 

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন