পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে দ্বন্দ্বে ২০২০ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তারকা পেসার মোহাম্মদ আমির। এরপর নানা সময়ে অবসর ভেঙে পাকিস্তানের জার্সিতে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন। তবে ম্যান ইন গ্রিন জার্সিতে তাকে দেখা যায়নি আর। এর মধ্যেই খবর, ২০২৪ সালে ব্রিটিশ নাগরিকত্ব পেতে যাচ্ছেন আমির। ইংলিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের খবর, স্থানীয় ক্রিকেটার হিসেবে কাউন্টি দল ডার্বিশায়ারের হয়ে মাঠে নামতে দেখা যাবে তাকে।
আমির এখন পাকিস্তানে থাকেন না। ২০২০ সালে যুক্তরাজ্যে স্থানান্তরিত হয়েছেন। জানা গেছে, ব্রিটিশ নাগরিক ও আইনজীবী নারজিস খানের সঙ্গে বিয়ের কারণেই ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন তারকা এই পেসার। তবে আমির জানিয়েছেন, আগামী বছর ইংল্যান্ডের নাগরিকত্ব পেলেও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন না তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের পর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়াচ্ছেন আমির। এর আগেও ইংলিশ কাউন্টি ও ঘরোয়া অন্যান্য টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা কিছুটা আছে এই তারকা পেসারের। তবে এবার নতুন পরিচয়ে খেলতে যাচ্ছেন তিনি।
কাউন্টি দল ডার্বিশায়ারের সঙ্গে পাকিস্তান ক্রিকেটের কিছুটা যোগ রয়েছে। দলটিকে ঢেলে সাজাচ্ছেন মিকি আর্থার, যিনি ছিলেন পাকিস্তানেরও প্রধান কোচ। অস্ট্রেলিয়ান এই কোচ বর্তমানেও পাকিস্তানের ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে কাজ করছেন ডার্বিশায়ারের পাশাপাশি।
কদিন আগে পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আমির বলেন, ‘আমি ইংল্যান্ডের হয়ে খেলব না। আমি পাকিস্তানের হয়ে খেলেছি। এছাড়া ব্রিটিশ নাগরিকত্ব পেলে জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএলের দরজাও খুলে যাবে আমিরের। সে সম্পর্কে তিনি বলেন, (আইপিএল সম্পর্কে) এখনও আরও এক বছর বাকি আছে। সে সময় পরিস্থিতি কী হবে সেটা দেখতে হবে? আমিও দেখব। আমি সবসময় বলি, আমি ধাপে ধাপে এগোতে চাই। আমি জানি না আগামীকাল কী হবে এবং আমি কি করে ২০২৪ সালের আইপিএল খেলার কথা ভাবতে শুরু করব।’
আরও বলেন, ‘যখন আমি আমার পাসপোর্ট পাব, তখন দেখব আমার কাছে সেরা সুযোগ কোনটা এবং যা যা সামনে পাব, আমি সেগুলোকে কাজে লাগাবার চেষ্টা করব।’ ম্যাচ ফিক্সিংয়ের দায়ে ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন আমির। ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসেন আমির। ২০১৯ সালের বিশ্বকাপে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছিলেন তিনি।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন