ছদ্মবেশে বাংলাদেশে এসে ‘প্রিয়তমা’ দেখলেন ইধিকা

গত ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিয়তমা’। যেখানে এই তারকার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন ওপার বাংলার ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পাল। 

মুক্তির পরই দারুণ সাফল্য পেয়েছে সিনেমাটি। এরই মধ্যে বাংলাদেশের সর্বকালের সর্বোচ্চ আয়ের তালিকায় জায়গা করে নিয়েছে এই ছবি।

‘প্রিয়তমা’ নিয়ে যখন বাংলাদেশে উত্তেজনা তুঙ্গে তখন ওপার বাংলাতে বসেই সিনেমার সাফল্য উপভোগ করেছেন নায়িকা ইধিকা। 

এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, খুব শীঘ্রই বাংলাদেশে গিয়ে সিনেমা হলে ‘প্রিয়তমা’ দেখবেন তিনি। এবার সেই কথাই রাখলেন অভিনেত্রী। 

সোমবার (২৪ জুলাই) ঢাকার স্টার সিনেপ্লেক্সে উপভোগ করেছেন ‘প্রিয়তমা’ সিনেমাটি। গোলাপি রঙের শাড়ি, মুখে মাস্ক পরিহিত অবস্থায় প্রেক্ষাগৃহে হাজির হয়েছিলেন তিনি।

সেই আনন্দ প্রকাশ করে নায়িকা ফেসবুকে লিখেছেন, ‘অনুভূতিগুলোকে লুকিয়ে রাখার অথবা ছদ্মবেশে রাখার অভ্যাস আমার। এবার বিগ স্ক্রিনে আমার প্রথম সিনেমাটিও দেখলাম ছদ্মবেশে, দর্শকদের সঙ্গে।’

ইধিকার সেই পোস্টে ভক্ত-অনুরাগীরাও তাকে স্বাগতম জানিয়েছেন। শুভেচ্ছাবার্তা দিয়েছেন। অনেকেই আবার বিস্ময়ও প্রকাশ করেছেন সিনেমা হলে নায়িকার দেখা পেয়ে।

প্রসঙ্গত, ‘প্রিয়তমা’ সিনেমায়  শাকিব-ইধিকার পর্দার রসায়ন জমিয়ে উপভোগ করছেন দর্শকেরা। আরশাদ আদনানের প্রযোজনায় রোম্যান্টিক-অ্যাকশন ঘরানার ছবিটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। এটির গল্প লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। 

ছবিটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ। 

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন