পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পাহাড় ও টিলা কাটা বন্ধ করতে হবে -পরিবেশমন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি ॥ পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পাহাড় ও টিলা কাটা বন্ধ করতে হবে ছাদ কৃষি ও সামাজিক বনায়নয়ের মাধ্যমে দেশের মোট বনায়নের পরিমাণ বৃদ্ধি করতে সবাইকে এগিয়ে আসতে হবে মৌলভীবাজারে জাতীয় মৎস্য সপ্তাহ, সপ্তাহব্যাপী মেলার উদ্বোধন অনুষ্ঠানে বন ও পরিবেশ মন্ত্রী মো: শাহাব উদ্দিন এসব কথা বলেন। “গাছ লাগিয়ে যতœ করি,সুস্থ প্রজন্মের দেশ গড়ি” ও “নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মাার্ট বাংলাদেশ” এই দুই প্রতিপাদ্য নিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা এবং জাতীয়মৎস্য সপ্তাহ ২৩ উপলক্ষে  র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
গতকাল মঙ্গলবার (২৫ জুলাই)  সকাল সাড়ে ১০ টায় পৌরসভার পুকুরে পোনা মাছ উন্মোক্ত করেন পরে পরে সরকারী স্কুল মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন । পরে পৌরসভা থেকে একটি বন্যাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পরে শিল্পকলা একাডেমিতে এসে শেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মন্ত্রী আরও বলেন, জলাবায়ু ও উ তা নিয়ন্ত্রনে পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাড়ে সাত কোটি গাছ লাগানো হবে, এতে করে বৃষ্টি হবে ও উ তা কমবে। এছাড়াও পলিথিন বন্ধে নানা প্রদক্ষেপের কথা জানিয়ে বলেন উপক’ল অ লের ৮টি জেলার ৪০টি উপজেলায় পলিথিন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে, পর্যায়ক্রমে সারা দেশে করা হবে। এসময় পৌরসভার পলিথিন ক্রয় এর কথা উল্লেখ করে বলেন এটা একটা মডেল, এটা সারাদেশে ছড়িয়ে দেয়া হবে, পলিথিন থেকে তেল তৈরীর ব্যবস্থাও নেয়া হবে। এ সময় তিনি বলেন ২০৩০ সাল পর্যন্ত এসডিজি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনও গাছই কাটা যাবেনা, এটা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে।
জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে এবং সিনিয়র সহকারি কমিশনার সুকান্ত সাহা ও সহকারি কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীমা আফরোজ মারলিজ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার - ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সৈয়দা জহুরা আলা উদ্দিন এম পি, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, অতিরিক্তি পুলিশ সুপার সুদর্শন কুমার রায়,পৌর মেয়র মো: ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন প্রমুখ।
এছাড়াও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বৃক্ষমেলায় সরকারী ও বেসরকারী মিলিয়ে ২২টি স্টল অংশ গ্রহন করেছে। মেলা স্থলে মন্ত্রী, এমপি ও জেলা প্রশাসক ৩টি গাছের চারা রোপন করেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন