কুয়েতের বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেছেন দেশটিতে নিযুক্ত ফিলিপিনের রাষ্ট্রদূত জোসে আলমোডোভার ক্যাব্রেরা। বুধবার (২৬ জুলাই) বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন ফিলিপিনের এ রাষ্ট্রদূত।
কুয়েতের বাংলাদেশ দূতাবাস জানায়, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান ফিলিপিনের রাষ্ট্রদূত ক্যাব্রেরাকে দূতাবাসে স্বাগত জানান। তারা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে ফিলিপিনের রাষ্ট্রদূত দূতাবাসের বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন এবং সেখানে থাকা পরিদর্শক বইতে স্বাক্ষর করেন।
এদিকে, মঙ্গলবার ২৫ জুলাই লিবিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত এন. জে. গ্যাংটে লিবিয়ার বাংলাদেশ হাউস পরিদর্শন করেন। লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার ভারতীয় এ দূতকে দূতাবাসে স্বাগত জানান। পরে তারা বৈঠকে মিলিত হন। বৈঠকে তারা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলাপ-আলোচনা করেন।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন