মৌলভীবাজার সদর উপজেলার ইসলামপুর নিবাসী লন্ডন প্রবাসী ৬০ এর দশকে প্রতিষ্ঠিত বাংলাদেশ ক্যাটার্রাস এসোসিয়েশন ইউকের ফাউন্ডার্স প্রেসিডেন্ট দানবীর মরহুম জনাব সিরাজুল ইসলাম উরফে ইসরাঈল মিয়ার ছেলে ইসলামপুর দরবার শরীফ ও ইসলাম পুর হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্টাতা, মৌলভীবাজার জেলা আহলে সুন্নত ওয়াল জামাতের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা
একাধারে একজন সংগঠক, বিশিষ্ট শিক্ষানুরাগী,
পরোপকারী দানশীল মানুষ, আলহাজ্ব অলি নূরুল্লাহ শাহ পীর উরফে জনাব নজরুল ইসলাম সাহেব সিলেটে চিকিৎসাধীন অবস্থায় গত ২১ শে জুলাই শুক্রবার দুপুর ৩.৩০ মিনিটের সময় ইন্তেকাল ফরমায়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) পরদিন শনিবার দুপুর ২ ঘটিকায়
ইসলামপুর গ্রামের নিজ বাড়িতে বিপুল সংখ্যক লোকের উপস্থিতিতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এদিকে একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশন অব মৌলভীবাজার এর প্রতিষ্ঠাতা ট্রাষ্টি ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, শেখ বোরহান উদ্দিন ইসলামি সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি এম মুহিবুর রহমান মুহিব, একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজার এর সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ ,সাধারণ সম্পাদক সেলিম রেজা তরফদার ও ট্রেজারার মোহাম্মদ মুজিব মনসুর সহ অন্যান্য নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে
মৌলভীবাজার জেলা আহলে সুন্নত ওয়াল জামাতের সভাপতি, আলহাজ্ব অলি নূরুল্লাহ শাহ পীর উরফে জনাব নজরুল ইসলাম সাহেব এর মৃত্যুতে গভীর শোক ও শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মহাণ আল্লাহু রাব্বুল আলামিন যেনো উনাকে জান্নতবাসী করেন এই দোয়া করার জন্য দেশে বিদেশের সবার প্রতি বিনীতভাবে অনুরুধ জানিয়েছেন।
শোকবার্তায় তাঁর মৃত্যুতে আমাদের কমিউনিটির অপূরণীয় ক্ষতি হয়েছে।মুক্তিযুদ্ধে তাঁর গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করার জন্য জাতি তাঁকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে বলে উল্লেখ করে ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও দৈনিক মৌমাছিকন্ঠের সম্পাদকমন্ডলীর সভাপতি মোহাম্মদ মকিস মনসুর,বলেন,আলহাজ্ব অলি নূরুল্লাহ শাহ পীর উরফে জনাব নজরুল ইসলাম ছিলেন একাধারে একজন সংগঠক, বিশিষ্ট শিক্ষানুরাগী,
পরোপকারী দানশীল মানুষ, বড ভাল মানুষ চিলেন গরীবের উপকারী বর্তমান সমাজে উনার মত দানশীল মানুষ খুব কম দেখা যায়।
এখানে উল্লেখ্য যে নজরুল ইসলাম ছিলেন প্রবীন লন্ডন প্রবাসী ও বৃটেনের কারি ব্যবসার জনক বাংলাদেশ ক্যাটা-রার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সিরাজুল ইসলাম ওরফে ইসরাইল মিয়ার সাবের দ্বিতীয় সন্তান । তিনি ৭০-এর দশকে একজন কৃতি ক্রীকেটার ছিলেন, কারাতের ব্লাকবেল্টধারী,ব্যবসায়ী, লন্ডন প্রবাসী ও সর্বশেষে ইসলামপুর খানকা এবং হাফিজি মাদ্রাসার প্রতিষ্ঠাতা হিসেবে দায়ীত্ব পালন করছিলেন ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন