মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্মার্ট বাংলাদেশ গঠনে নারীর ভূমিকা শীর্ষক তৃণমূল মহিলা সমাবেশ অনুষ্ঠিত

রোমানা আক্তার  ||  স্টাফ রিপোর্টার || শ্রীমঙ্গল ||

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্মার্ট বাংলাদেশ গঠনে নারীর ভূমিকা শীর্ষক তৃণমূল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ জুলাই) বিকেলে শহরের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর আদর্শের তৃণমূল নারী সমাজ এর আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
সমাবেশ থেকে সারা দেশের আলোচিত কলা গাছের আঁশ দিয়ে কলাবতী শাড়ি তৈরির উদ্ভাবক রাধাবতী দেবীকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়। রাধাবতী দেবীর হাতে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন আব্দুস শহীদ এমপি।
মহিলা সমাবেশে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের নারী ভাইস  চেয়ারম্যান মিতালী দত্তের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, আকরাম খান, সাংগঠনিক সম্পাদক ছালিক আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, সাবেক শ্রীমঙ্গল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কুমুদ রঞ্জন দেব,  শ্রীমঙ্গল পৌরসভার নারী কাউন্সিলর তানিয়া আক্তার, শারমিন জাহান, শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়নের নারী ইউপি সদস্য, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, এবং বিভিন্ন পর্যায়ে নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন