জিবিনিউজ 24 ডেস্ক //
বিশিষ্ট কমিউনিটি নেতা, রাজনীতিবিদ ও রেস্টুরেটার্স, গণফোরাম এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এনামুল হক আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন। ২১ অক্টোবর বুধবার দুপুরে তিনি তাঁর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সেন্ট্রাল লন্ডনের টটেনহ্যাম কোর্ট রোডের বিখ্যাত লাল কিল্লা রেস্টুরেন্টের মালিকদের অন্যতম এনামুল হক বিডব্লিউএ সুরমা সেন্টার এবং বেঙ্গলি স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
মোকাব্বির খান এমপি’র শোক:
গণফোরাম এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, প্রতিষ্ঠালগ্ন থেকে যুক্তরাজ্য গণফোরামের অন্যতম কান্ডারি এনামুল হকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সদস্য সদস্য, জনপ্রশাসন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, গণফোরামের সাবেক কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এবং বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোকাব্বির খান এমপি।
এক শোক বার্তায় তিনি বলেন, বৃটেনে কমিউনিটির কিংবা বাংলাদেশের মাটি ও মানুষের দাবি দাওয়া আদায়ের যেকোন আন্দোলনে, এবং ইতিবাচক ধারার রাজনীতি চর্চায় মরহুম এনামুল হক ছিলেন অঙ্গিকারাবদ্ধ। তার সাথে আমার সম্পর্ক এতটাই নিবিড় ছিলো যে, তিনি আমার সাথে ছিলেন ছায়ার মতো। ১৯৯১ সালে গণতান্ত্রিক ফোরাম গঠনের সময় তিনি এর সাথে যুক্ত হন এবং ৯২ সালে গণফোরামে যুগ দেয়ার পর থেকে আমৃত্যু তিনি ইতিবাচক ধারার রাজনীতির সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। তাঁর মৃত্যুতে আমি একজন অভিভাবককেই হারাইনি, বৃটেনের গোটা বাংলাদেশী কমিউনিটিই হারালো একজন নিবেদিতপ্রাণ ব্যক্তিত্বকে।
শোকবার্তায় ওসমানিনগর-বিশ্বনাথ এর এমপি মোকাব্বির খান বলেন, এনাম ভাইয়ের মৃত্যুর খবর শোনার পর আমি স্বজন হারানোর ব্যথায় কাতর হচ্ছি। তার সাথে আমার কয়েক যুগের পথচলার নানান স্মৃতি মনে পড়ছে। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, এই দোয়া করি।
এমপি মোকাব্বির খান তার শোক বার্তায় মরহুমের রুহের মাহফেরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গীভর সমবেদনা জানান।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন