লন্ডনের টাওয়ার হ্যামলেট এলাকায় অবস্থিত সাইলরস প্যালেইসে গত ২৭ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো “সংগত প্রসঙ্গ’’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান।
সাইফুর রহমান মারুফের উপস্থাপনায় গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ তাজুল ইসলাম আয়জন। অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন সুইডেন থেকে আগত সুরত মিয়া।
স্বাগত বক্তব্যে গ্রন্থকার বলেন, আমার গ্রন্থের মুল আকর্ষণ হচ্ছে নিকট অতীতের ঘটে যাওয়া জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনার বিশ্লেষণ এবং সমাধানের উপযুক্ত পথ খোঁজার চেষ্টা করা হয়েছে। আশা করি পাঠক মহল উপকৃত হবেন। বক্তারা গ্রন্থকারের প্রশংসা করেন এবং সবাইকে গ্রন্থটি পড়ার আহবান জানান। উল্লেখ্য ইতিপূর্বে লেখকের "খোলা জানালা " নামক অপর একটি গ্রন্থ পাঠকমহলে যথেষ্ট সাড়া জাগিয়েছে।
পরিশেষে বিশেষ অথিতি হাফিজ হাবিবুর রহমানের মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শওকত হোসেন খালেদ, মামুনুর রহমান দুলাল, রায়হান আহমদ, জাহাঙ্গীর হোসেন, যাকওয়ান হোসেন শাফি প্রমুখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন