মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকে :মার্কিন নির্বাচনের একেবারে শেষ মুহূর্তে এসে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তীব্র আক্রমণ. শোনালেন. প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা। ২১ অক্টোবর বুধবার ফিলাডেলফিয়ায় বাইডেনের নির্বাচনী প্রচারণায় ট্রাম্পকে উদ্দেশ করে ওবামা বলেন, যে মানুষ নিজেকে রক্ষা করার প্রাথমিক পদক্ষেপগুলো মেনে চলতে পারেন না, তিনি আমাদেরও রক্ষা করতে পারবেন না। ট্রাম্পকে ব্যর্থ প্রেসিডেন্ট আখ্যা দিয়ে আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান ওবামা। ট্রাম্পের চীনা ব্যাংক অ্যাকাউন্ট প্রসঙ্গে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ওর গোপন চীনা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। এটা কীভাবে সম্ভব? এটা ভাবতে পারেন আপনারা! এবারের নির্বাচনে ট্রাম্পকে হারিয়ে বাইডেনই জিতবেন বলে আশাবাদী ওবামা। তার কথায়, আমরা আশা ও পরিবর্তনের সম্ভাবনা, যা আমরা বিশ্বাস করি, তা পুনরুদ্ধার করতে সক্ষম হব।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন