মৌলভীবাজারে অনাকাঙ্গিত গর্ভরোধকল্পে করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি\ মৌলভীবাজারে অনাকাঙ্গিত গর্ভরোধকল্পে করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। 
গতকাল (২রা আগষ্ট) বুধবার  মেরিষ্টোপস বাংলাদেশ এর আয়োজনে এবং ক্লিটন হেলথ একসেস ইনিসিটিভ এর সহযোগিতায় মৌলভীবাজার রেষ্ট ইন হোটেলের হল রুমে ওয়াকিং গ্রæপ গঠনের লক্ষ্যে অনাকাঙ্গিত গর্ভরোধকল্পে করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়। 
মৌলভীবাজার পরিবার পরিকল্পনা বিভাগ জেলা কার্য্যালয়ের উপপরিচালক খন্দকার মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং সহকারি পরিচালক (ক্লিনিক) ডা: বিশ^জিত ভৌমিক এর পরিচালনায়  স্বাগত বক্তব্য রাখেন মেরিষ্টোপস বাংলাদেশ এর লিংক এডভোকেসি কর্মকর্তা মনজুর নাহার। 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা: বর্ণালী দাশ,সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন,সদর উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান শাহিন রহমান, মৌলভীবাজার পৌলসভার প্যানেল মেয়র ফয়ছল আহমদ, কাউন্সিলয়র নাজমা বেগম মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত,মৌলভীবাজার নারী ও শিশু জজ আদালতের পিপি এডভোকেট নিখিল রঞ্জন দেব প্রমুখ।
অনুষ্ঠানে  বক্তারা দেশের অনাকাঙ্গিত গর্ভরোধকল্পের  সমাজের সকলে সম্মিলিত গ্রæপ ওয়ারকিং প্রচেষ্ঠার গুরুত্বারোপ  করেন। সভায় মেরিষ্টোপস বাংলাদেশ পক্ষে জানানো হয় মৌলভীবাজার জেলার ৪টি উপজেলার ১২টি ইউনিয়নে অনাকাঙ্গিত গর্ভধারন প্রতিরোধে পাইলট কার্যক্রম শুরু করা হবে।  

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন