পাকিস্তানে নারীদের যাতায়াত সুবিধায় চালু করা গোলাপী বাসের স্টিয়ারিং এবার পুরোপুরি নারীদের হাতে যাচ্ছে। এসব বাস চালানোর জন্য নারীদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সিন্ধু প্রদেশ সরকার।
প্রাদেশিক পরিবহন মন্ত্রী শারজিল ইনাম মেমন বুধবার সিন্ধু মাস ট্রানজিট অথরিটির (এসএমটিএ) বোর্ড সভায় এ সিদ্ধান্ত অনুমোদন দেন। দ্য নিউজের প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।
পরিবহন মন্ত্রী শারজিল ইনাম মেমন বলেন, বাস চালকের আসনে নারীদের অন্তর্ভুক্তি শুধুমাত্র বৈষম্য দূর করবে তা নয়। এর ফলে নারীদের যাতায়াতের সময় নিরাপত্তা ও নিরাপত্তা বোধ শক্তিশালী করবে।
জিও নিউজ আরও জানায়, এদিন বৈঠকে পিপলস বাস সার্ভিসে ভর্তুকির বিষয়টিও বিবেচনা করা হয়।
মন্ত্রী মেমন বলেন, পিপলস বাস সার্ভিসের দ্বিতীয় ধাপ বাস্তবায়নের ফলে জনগণের যাতায়াত সমস্যা অনেকটাই কমে যাবে। এছাড়া জনগণের মধ্যে স্বস্তিও আসবে।
প্রসঙ্গত, এর আগে অন্যান্য প্রদেশেও গোলাপী বাস প্রকল্পে নারী বাস চালকদের বিশেষ প্রশিক্ষণের পদক্ষেপ গ্রহণ করে প্রাদেশিক সরকার।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন