বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসায় জিসিসির মহাসচিব

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেনে গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) মহাসচিব জাসেম মোহাম্মেদ আল বুদাইয়ি।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সঙ্গে রিয়াদের জিসিসির সদর দপ্তরে হওয়া বৈঠকে এ প্রশংসা করেন তিনি।

মহাসচিব বলেন, বাংলাদেশের সঙ্গে অনেকগুলো খাতে জিসিসির একযোগে কাজ করার সুযোগ রয়েছে। এ বিষয়ে জিসিসি সচিবালয় একটি যৌথ কার্যপত্রের খসড়া তৈরি করছে এবং তা বিবেচনার জন্য শিগগিরই বাংলাদেশের কাছে উপস্থাপন করা হবে। এছাড়া যত দ্রুত সম্ভব মন্ত্রী পর্যায়ে বাংলাদেশের সঙ্গে প্রথম অংশীদারিত্ব সংলাপ আয়োজন করা হবে।

বৈঠকে বলেন, গত বছর জিসিসির সঙ্গে বাংলাদেশের অংশীদারিত্বের সংলাপ এবং সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল।

রাষ্ট্রদূত আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে জিসিসির স‌ঙ্গে এ সংলাপের প্রস্তাব দেন।

বৈঠকে রাষ্ট্রদূত জিসিসির সঙ্গে মন্ত্রী পর্যায়ের বৈঠকের এজেন্ডা প্রণয়নের জন্য সিনিয়র অফিশিয়াল মিটিং করার কথা তুলে ধরেন যা ঢাকায় অথবা রিয়াদে হতে পারে।

রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে একটি উচ্চ আয়ের উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্যে কাজ করে চলছে। সাম্প্রতিক সময়ে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রতি বছর বাড়ছে। উপসাগরীয় দেশগুলো থেকে বাংলাদেশে বিনিয়োগ ও বাড়ছে।

রাষ্ট্রদূত বলেন, তবে আগামী দিনে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে আরও কাজ করার সুযোগ রয়েছে। উপসাগরীয় দেশসমূহে বাংলাদেশের বিভিন্ন পণ্যের বিশাল বাজার রয়েছে যা বৃদ্ধি করার জন্য জিসিসির সহযোগিতা কামনা করেন রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত মহাসচিবকে বলেন, বাংলাদেশ একটি মুসলিম দেশ হিসেবে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে অত্যন্ত উষ্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও শান্তির পূর্ণ সমর্থন করে। এছাড়া বৈশ্বিক ইস্যুতে একে অপরকে সমর্থন করে এবং মধ্যপ্রাচ্যের প্রতি আমাদের পারস্পরিক শ্রদ্ধা রয়েছে।

সভায় রাষ্ট্রদূত জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মেদ আল বুদাইয়িকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন