দেশের প্রবীণ আইনজীবী, সাবেক এ্যাটর্নি জেনারেল ব্যারিষ্টার রফিকুল হকের সুস্থতা কামনা করে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি'র উদ্যোগে দেশের বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বাদ জুমা এই দোয়া অনুষ্ঠিত হয়।
উত্তরা ১০ নং সেক্টর জামে মসজিদে অনুষ্ঠিত দোয়ায় অংশ গ্রহন করেন এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, ভাইস চেয়ারম্যান রাজু আহমেদ-সহ ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ।
দলের মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা দেশের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিকুল হকের সুস্থতার জন্য দেশবাসীর নিকট দোয়া আহ্বান করে বলেন, দেশের গণতন্ত্র বিরোধী ১/১১ সময় যখন বৃহত দুই দলের প্রধানকে রাজনীতি থেকে মাইনাস করার চেষ্টা হচ্ছিল তখন দুই নেত্রীর মুক্তির লক্ষে আইনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন। তিনি একজন সাহসী ব্যাক্তিত্ব।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন