সুনামগঞ্জ প্রতিনিধি ;
সুনামগঞ্জের কবি সিরাজ উদ্দিনে'র মৃত্যুর ৩৮ বছর পর প্রকাশিত হলো তাঁর প্রথম কবিতা গ্রন্থ ' কবি সিরাজ উদ্দিন'র কবিতা'।
শনিবার ( ৫ আগস্ট) সন্ধায় শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কবি সিরাজ উদ্দিন'র প্রথম কবিতা গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শ্রাবণের মেঘাচ্ছন্ন সন্ধায় কবিতা মোড়ক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের কবি ও সাহিত্যপ্রেমিরা।
কবিতা গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রজত কান্তি সোম,
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জেলা উদীচী'র সহসভাপতি বরেন্দ্র কুমার দে মিন্টু,
পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ, কবি ও গীতিকার শেখ ওয়ারিশ আলী,লেখক-সাহিত্যিক সুখেন্দু সেন, কবি ইকবাল কাগজী, পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক এড. খলিল আহমদ, প্রমুখ।
কবি ইয়াকুব বখত বহল্লুল'র সভাপতিত্বে ও
দুর্জয় দত্ত পুরকায়স্থ'র সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানের পরবর্তী সময়ে আলোচনা সভায় বক্তারা বলেন, সুনামগঞ্জ জেলা কবি সাহিত্যকদের জন্য উর্বরভূমি এখানের প্রকৃতিই এমন তাই অনেক বিখ্যাত কবি-সাহিত্যিক এই মাঠিতে তৈরি হয়েছেন, যাদের অনেক কে আমরা চিনি আবার অনেকেই নিরবে-নিবৃতে কাজ করেগেছেন যাদের আমরা জানি না। কবি সিরাজ উদ্দিন' এমননি একজন। তাঁর মৃত্যুর ৩৮ বছর পর তাঁরই সন্তানের সম্পাদনায় প্রকাশিত হলো তাঁর কবিতা গ্রন্থ যা আমাদের সাহিত্য কে সমৃদ্ধ করবে।
তারা বলেন কবি সিরাজ উদ্দিন'র আরো যত লেখা যেখানে আছে খোঁজে বেড় করে প্রকাশের উদ্যোগ নেয়া জরুরী।
'কবি সিরাজের কবিতা' গ্রন্থটি সম্পাদনা করেছেন কবির একমাত্র সন্তান মোঃ ফরিদুল ইসলাম সুহেল।
সুহেল জানান, তার বাবার লেখা ছড়িয়ে ছিটিয়ে থাকা কবিতাগুলো অনেক বছর জড়ো করতে থাকেন। আজ প্রকাশ করতে পেরে আনন্দ ও গর্ববোধ করছি। তিনি বলেন, ' বাবা ১৯৮৫ সালে মৃত্যু বরণ করেন তখন আমার বয়স ছিল ১৩ বছর সেই সময়ে এসবের কিছুই বুঝতাম না, বড় হয়ে লেখাগুলো দেখে প্রকাশ করার ইচ্ছা জাগরিত হয় মনে'।
সিরাজ উদ্দিন' একজন নিভৃতচারী কবি তিনি ১৯৪৭ সালের ৯ অক্টোবর জন্মগ্রহণ করেন এবং ১৯৮৫ সালের ১৮ মে মৃত্যু বরণ করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন