এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ পেছানো এবং ৫০ নম্বরের পরীক্ষা নেওয়ার দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে
সমাবেশে পরীক্ষার্থীরা অভিযোগ করে বলেন, যেখানে ২০২২ ব্যাচের পরীক্ষার্থীরা ২৫ মাস সময় পেয়েছে, সেখানে আমরা পেয়েছি মাত্র ১৫ মাস। আমরা সিলেবাস সম্পন্ন করতে পারিনি। ২০২২ ব্যাচ অনেক সুযোগ-সুবিধা পেয়েছে। কিন্তু আমাদেরকে তেমন কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। এ সময় ‘২০২২ সালের ব্যাচকে গলায় মালা, ২০২৩ ব্যাচকে কেন অবহেলা’ বলেও স্লোগান দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
পরীক্ষার্থীদের দাবি, এত অল্প সময়ে পরীক্ষা দিলে বেশিরভাগ শিক্ষার্থী আশানুরূপ ফলাফল করতে পারবে না। এছাড়া আইসিটি পরীক্ষা বাতিল করা উচিত। কারণ প্রত্যাশানুযায়ী প্রস্তুতি না নিতে পারায় বিষয়টা অনেক কঠিন হয়ে গেছে। বর্তমানে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে, অনেক শিক্ষার্থী অসুস্থ। এ পরিস্থিতিতে পরীক্ষা দুই মাস পিছিয়ে দেওয়াসহ পূর্ণমান ৫০ করার জন্য তারা প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতি দাবি জানান।
এ সময় সোমবার (৭ আগস্ট) ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের আটক, হয়রানি এবং পুলিশি বাধার তীব্র নিন্দা জানিয়ে দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
এদিকে সমাবেশ শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় অভিমুখে রওনা করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। ২০ মিনিটেরও বেশি সময় ধরে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে এ নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, ১৭ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা। এবার পূর্ণাঙ্গ সিলেবাসে নেওয়া হবে পরীক্ষা। আগের মতো সাতটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে এবং ৩০টি বহুনির্বাচনির উত্তর দিতে হবে। পরীক্ষার সময় তিন ঘণ্টা।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন