লন্ডনে মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিলে  উপস্থিত ছিলেন তারেক রহমান ও ডাঃ জুবাইদা রহমান  

gbn

সাবেক মন্ত্রী ও নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৩৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও আলোচনা সভা মাহফিল ৬ আগস্ট রবিবার বিকালে পুর্বলন্ডনের রিজেন্টস লেক হলে অনুষ্ঠিত হয়।  

রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদের উদ্যোগে অনুষ্ঠিত খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভায়  আমন্ত্রিত অতিথি হিসাবে মরহুমের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মরহুমের জামাতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক  রহমান ও মরহুমের কনিষ্ঠ কন্যা ডাঃ জুবাইদা রহমান। মরহুমের পরিবারের পক্ষ থেকে আগত সকল অতিথি ও সংগঠনের সকলকে ধন্যবাদ জানিয়ে দোয়া কামনা করেন তারেক রহমান ও ডাঃ জুবাইদা রহমান। 

স্মৃতি সংসদের সভাপতি সোহেল আহমেদ সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবেদ রাজার পরিচালনায় দোয়াপূর্ব মরহুমের জীবন ও কর্মের উপর আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ ও কমিউনিটি নেতা অধ্যাপক ডঃ হাসনাত হোসাইন এমবিই, কমিউনিটি নেতা সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, কমুনিউনিটি নেতা ও মানবাধিকার সংগঠক মাহিদুর রহমান, প্রবীন রাজনীতিবিদ ও স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা এম এ মালিক, মানবাধিকার সংগঠক ও স্মৃতি সংসদের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম, সাপ্তাহিক সুরমা পত্রিকার সম্পাদক সাংবাদিক সামসুল আলম লিটন, নিউহাম কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র আইনজীবী ব্যারিস্টার নজির আহমদ । 

 

আলোচনা সভায় অতিথিদের স্বাগত জানিয়ে সুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি কামাল উদ্দিন। অনুস্টানে আগত অতিথি ও সংগঠনের সদস্যদের পরিচয় করিয়ে দেন যথাক্রমে সংগঠনের সিনিয়র যুগ্ম সম্পাদক এমাদুর রহমান এমাদ ও যুগ্ম সম্পাদক খালেদ চৌধুরী।

 

মরহুমের জামাতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তার সংক্ষিপ্ত  বক্তবে বলেন, ‘’এখানে আমেল সাহেবগণ পবিত্র কোরাআন থেকে পড়ে শুনিয়েছেন, অর্থ বলেছেন। প্রথম যে আয়াতটি পড়েছেন তা থেকে আমরা বুঝতে পারি, আল্লাহ পরিস্কার ভাবে নির্দেশ দিয়েছেন বাবা মায়ের প্রতি দায়িত্ব ও কর্তব্যটি সম্পর্কে । এখানে আমরা যারা উপস্থিত হয়েছি প্রতেকটা মানুষের একজন মা আছেন, একজন বাবা আছেন। সন্তান হিসাবে তাঁদের প্রতি আমাদের দায়িত্ব আছে, তাঁদের প্রতি আমাদের কর্তব্য আছে । দায়িত্ব ও কর্তব্যটি কিভাবে সম্পন্ন করতে হবে সে সম্পর্কে বিবরণ আল্লাহ পবিত্র কোরআন শরীফে পরিস্কার ভাবে বলে দিয়েছেন।     

 

বাবা মা অনেক কিছু বলবেন, সন্তান হিসাবে সেটি  আমাদের পালন করতে হবে। বাবা মায়ের দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের কষ্ট হলেও উহ শব্দ উচ্চারণ করা যাবে না সেটা পরিস্কার ভাবে  বুঝিয়ে  দেয়া হয়েছে। আজকে এখানে আমার সাথে ডঃ জুবাইদা উপস্থিত আছেন। বাবা মায়ের সটিক ভাবে সেবা দেওয়ার সেই সৌভাগ্যটি আমার ও ডাঃ জুবাইদার হয় নাই। এখানে উপস্থিত  সকলকে আমি আহ্বান জানাব, যতদিন আপনাদের বাবা মা এই দুনিয়াতে বেঁচে আছেন, আপনাদের সাথে আছেন, আপনারা চেষ্টা করবেন যাতে উনাদের সেবা দান করতে পারেন। কারণ আমি ও ডঃ জুবাইদা পরিস্কার ভাবে অনুভব করতে পারি, যে সৌভাগ্য টুকু আমারা অর্জন করতে পারিনি,  তার কষ্ট কতটুকু।    

 

২য় আয়াতের তর্জমা থেকে যে বিষয়টা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে ইন্টেনশন বা ইচ্ছা। আমরা প্রত্যেক মানুষ আল্লাহর সৃষ্টির সেরা জীব।  আপনারা যারা এখানে উপস্থিত আছেন, অনেকেই কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্নভাবে কমিউনিটিতে আপনাদের অবস্থান আছে। আপনারা যারা এখনো উপস্থিত আছেন অথবা অনলাইনে সংযুক্ত হয়ে যারা দেখছেন, আপনারা বিভিন্নভাবে সমাজে অবদান রাখার চেষ্টা করেন। সেটি রাজনীতির মাধ্যমে হতে পারে অথবা সমাজসেবার মাধ্যম হতে পারে।  

 

উপস্থিত সকলই আমরা যখন কোন মানুষের জন্য, সমাজের জন্য অথবা দেশের জন্য ভালো কিছু করতে পারি, কোন অবদান রাখতে পারি, একজন মানুষ হিসাবে মনে করি তখনই সবচেয়ে বেশি আমাদের সার্থকতা। আমি ব্যক্তিগতভাবে ডাঃ জোবায়দা ও আমার পক্ষ থেকে একটি ছোট্ট উদাহরণের মাধ্যমে আমি এ কথাটি  তুলে ধরতে চাই। 

 

আমার পরিবার রাজনীতিতে ছিলেন না, আমার বাবা রাজনীতিতে এসেছে, আমার মা রাজিনীতিতে হতে এসেছেন । তারা রাজনীতির মাধ্যমে দেশের মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করেছেন। ডাঃ জুবাইদা আমার স্ত্রী  উনার মা, উনার বাবা উনারা রাজনীতিতে ছিলেন না। মরহুম মাহবুব আলী খান সাহেব দায়িত্ব পালনে পর্যায়ক্রমে উনি দায়িত্ব পেয়েছেন দেশের মানুষের জন্য কিছু করার। ঠিক একই ভাবে বেগম ইকবাল মান্দ বানু উনি উনার ইনটেনশন থেকে চেষ্টা করেছেন উনার পক্ষে যতটুকু সম্ভব মানুষের পাশে দাঁড়ানো। 

 

মানুষের জন্য, দেশের জন্য, সমাজের জন্য ভালো কিছু করতে হলে সব সময় যে আপনাকে রাজনীতি করতে হবে, পদে থাকতে হবে তা কিন্ত নয়। এটা হচ্ছে ইনটেনশন এর ব্যাপার। আপনি মানুষের জন্য কিছু করতে চান, আপনি সমাজের জন্য কিছু করতে চান, আপনি দেশের জন্য কিছু করতে চান, শুধুমাত্র ইন্টেনশন দরকার।    

 

আমি ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি যে, মানুষ হিসেবে তখনই আমার সবচেয়ে বেশি সার্থকতা  যখন আমি আমার শরীরের যে শক্তি আছে, বুদ্ধি দিয়েছেন, মেধা  দিয়েছেন তা দিয়ে আমার দেশ, আমার দেশের মানুষ, আমার সমাজের জন্য কোন অবদান রাখতে পারি । যার যে টুকু সামর্থ্য আছে তা দিয়ে, যাকে যে টুকু সামর্থ্য দিয়েছেন ততটূকু দিয়ে  দেশ, মানুষ ও সমাজের জন্য কাজ করা  সবচেয়ে বেশি সার্থকতা বলে মনে করি।  

 

জোবাইদা, আমি ও পরিবারের পক্ষ স্মৃতি সংদসদের  সকল সদস্যকে এরকম একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য।  আমি ধন্যবাদ জানাতে চাই  ইউকে ও বাংলাদেশসহ পৃথিবীর অনেক দেশে, অনেক জায়গায় আজকের এই দিন শ্রদ্ধার সাথে পালন করার জন্য  আয়োজন করেছেন, অনেক মানুষ কষ্ট করেছেন তাদের সকলকে  ডঃ জোবাইদা, আমার পক্ষ থেকে ও মাহবুব আলী সাহেবের পক্ষ থেকে । আমি ধন্যবাদ জানাতে চাই রেজেন্ট হল কর্তৃপক্ষকে  এরকম একটি সুন্দর অনুস্টান আয়োজন করতে সহযোগিতার জন্য।   

 

প্রিয় উপস্থিতিবৃন্দ ও অনলাইনে যারা উপস্থিত আছেন সকলকে আবারও অনুরুধ করবো ডঃ   জোবাইদা, আমি যে সৌভাগ্যটি অর্জন করতে ব্যর্থ হয়েছি, সক্ষম হইনি, আপনাদের যদি সে সুযোগটি থাকে বাবা মায়ের সেবা করার, দয়া করে তা হাতছাড়া করবেন না। মানুষ হিসাবে আপনার যে টুকু অবস্থান আছে চেষ্টা করেবেন একজন সার্থক মানুষ হতে। সেটা হতে আপনার পরিবারে কাউকে সহযোগিতার মাধ্যমে, সমাজের ভালো কিছু করার মাধ্যমে, আপনার দেশের জন্য ভাল কিছু করার মাধ্যমে। চেষ্টা করেবেন আপনাকে একজন সার্থক মানুষ হিসাবে গড়ে তুলতে ।‘’  

 

 

মরহুমের কনিষ্ঠ কন্যা ডাঃ জুবাইদা রহমান সংক্ষিপ্ত বক্তবে তাঁর শ্রদ্ধেয় বাবা রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদের সভাপতি ও সদস্যবৃন্দ এবং উপস্থিত সম্মানিত আলেমগন ও অতিথিবৃন্দকে তাদের মুলবান সময় এবং তাঁর বাবার জন্য দোয়া করায় সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, ‘’আমরা সবাই তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করব মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন । আপনারাদের সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ ।‘’        

 

দোয়া মাহফিলে দেশের কৃতিসন্তান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং মরহুমের পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও উত্তোরত্তোর সমৃদ্ধি কামনা করা হয়। এছাড়া দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য কামনাসহ সমগ্র দেশবাসীর জন্য বিশেষ মুনাজাত করা হয়।

 

পবিত্র কোরআন তেলাওয়াত, তাফসীর ও দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা হাবিবুর রহমান । সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও তর্জমা করেন ইস্ট লন্ডন মসজিদের মোয়াজ্জিন হাফিজ মনসুর রহমান। পবিত্র কোরআন তেলাওয়াতে আরও শরিক হন  মাওলানা সায়ের মোহাম্মদ জহিরুল ইসলাম।

 

রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৩৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশে ও বিদেশে গৃহীত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে মরহুমের জ্যেষ্ঠ মেয়ে শাহিনা জামান খানের প্রেরিত প্রেস রিলিজ পাঠ করে সকল অবহিত করেন সাংবাদিক মাহফুজুর রহমান ।

 

দোয়া মাহফিলে স্মৃতি সংসদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উপদেষ্টা আব্দুল মুকিত.  উপদেষ্টা শাহ আকতার হোসেন টুটুল. স্মৃতি সংসদের সহসভাপতি ফয়সল আহমদ, খসরুজ্জামান খসরু, আসাদুজ্জামান আহমদ, আমিনুর রহমান আকরাম, নাছির আহমদ শাহীন,  মোস্তাক আহমেদ,  সেলিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাহজাহান হোসেন শেনাজ, সহসাংগঠনিক সম্পাদক  রোমেল আহমদ, সহসাংগঠনিক সম্পাদক নুরুল আলী রিপন, প্রচার সম্পাদক এম আরিফ আহমদ, জহিরুল হক জামান, সুহেদুল হাসান, আছাব আলী. আব্দুস সামাদ রাজ, মশিউর রহমান, শেরওয়ান আলী, আমিনুল ইসলাম, শাকিল আহমদ, সামছুল হক, ইফতেখার হোসেন চৌধুরী সাকী.শামীম আহমদ, নাঈম তালুকদার, সৈয়দ আনছার।  

 

কমিউনিটির বিশিষ্ট বাক্তিবর্গ ও রাজনীতবিদদের মধ্যে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ, যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুছ, উপদেষ্টা আব্দুল হামিদ চৌধুরী. সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, যুক্তরাজ্য বিএনপি’র সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সহ সভাপতি মুজিবুর রহমান মুজিব, আলহাজ্ব তৈমছু আলী, প্রফেসর ফরিদ উদ্দিন, গোলাম রাব্বানি সোহেল, মো: তাজুল ইসলাম, সলিসিটর একরামুল হক মজুমদার. শরিফুজ্জামান চৌধুরী তপন,  মেজর (অবঃ) সৈয়দ  আবু বকর সিদ্দিক, সিনিয়র যুগ্ন সম্পাদক পারভেজ মল্লিক, ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, গুলজার আহমেদ, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মামুন, যুগ্ম সম্পাদক ডক্টর এম মুজিবুর রহমান, আজমল হোসেন চৌধুরী জাবেদ, ঢাকা মহানগর দক্ষিন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন টিপু, কোষাধ্যক্ষ  সালেহ গজনবী, প্রচার সম্পাদক ডালিয়া লাকুরিয়া, যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সভাপতি, আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার আবুল মন্সুর শাহজাহান, যুক্তরাজ্য মহিলা দলের আহ্বায়ক ফেরদৌস রহমান, সদস্যসচিব অঞ্জনা আলম, ইস্ট লন্ডন বিএনপির সাবেক সভাপতি ফখরুল ইসলাম বাদল, সাবেক সাধারণ সম্পাদক এসএম লিটন, কেন্দ্রীয় যুব দলের সদস্য শফিকুল ইসলাম রিবলু,  সাবেক ছাত্রনেতা ইমতিয়াজ এনাম তানিম, আব্দুস শহীদ,  নাজমুল হোসেন চৌধুরী, আবু নাছের শেখ. সরফরাজ আহমেদ সরফু. লন্ডন মহানগর বিএনপির শরিফ উদ্দিন ভূঁইয়া বাবু, আব্দুস সালাম আজাদ, আব্দুর রব, কদর উদ্দিন, সোহেল শরীফ মোহাম্মদ করি্‌ম, মাহবুব হাসান সাকি্‌ব. তুহিন মোল্লা, ময়নুল ইসলাম, নুর বক্স. যুবদল নেতা বাকী বিল্লাহ জালাল. দেওয়ান আব্দুল বাসিত. এজে লিমন. বাবর চৌধুরী. জিয়াউল ইসলাম জিয়া, জিয়াউর রহমান জিয়া, ওলি ওয়াদুদ, মোঃ শাহনেওয়াজ, মহসিন আহমদ, জমির আলী, শাকিল আহমদ, মেজবাউল ইসলাম বাবু, আসাব আলী, আসমা জাম্মান. লিনা বেগম. শাকেরা রব ইতি. ইরাক চৌধুরী, সুমন শিকদার, সোহাগ শিকদার, মোল্লা ফিরোজ, আজিজুল্লাহ পাখি, মামুন সরকার, শফিউল আলম সোহেল, আরাফাত রহমান, সাহেদ আহমদ, রোহান তারিক, তোতা মিয়া, শাহ মোহাম্মদ রমন প্রমুখ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন