মৌলভীবাজার, ১০ আগস্ট, বৃহস্পতিবার:
শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার একদল স্বেচ্ছাসেবী তরুণদের নিয়ে প্রতিষ্ঠিত আনন্দ পাঠশালার অর্ধশতাধিক শিক্ষার্থীদের নিয়ে মধ্যাহ্নভোজ ও স্বেচ্ছাসেবক শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১০ আগস্ট দুপুরে আব্দুস সালাম’স স্কোয়াডের আয়োজনে শহরের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে মধ্যাহ্নভোজ পূর্বে স্বেচ্ছাসেবক শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আনন্দ পাঠশালার প্রতিষ্ঠাতা আব্দুস সালাম বলেন, স্বেচ্ছাসেবকদের জন্য একটা স্পেশাল ট্রেনিং দরকার ছিলো। অত:পর তাদের ডিমান্ডও পূরণ করতে পেরেছি। আপনার কাজের উদ্দেশ্য যেনো থাকে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা। নেক নিয়ত থাকলে, সবাই আপনাকে ছেড়ে গেলেও আপনি কখনো একা হবেন না। আল্লাহর সাহায্য সবসময়ই আমাদের অতি নিকটে থাকে। তাই সর্বাবস্থায় আল্লাহর কাছে চাইতে হবে। বিশ্বাস রাখতে হবে। কখনো নিরাশ হওয়া যাবে না। আল্লাহ আপনার নাও পারে নিয়ে যাবেন।
তিনি জানান, শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়াও শীত বস্ত্র, ঈদ ও অন্যান্য উৎসবে রঙ্গিন জামা বিতরণ কর্মসূচি পালন করা হয়। অর্থের অভাবে কোনো শিশু যেনো শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়। সমাজের বিত্তবান ব্যক্তিদের নিকট পাশে থাকার জন্য তিনি আকুল আবেদন জানান।
এ সময় আনন্দ পাঠশালার স্বেচ্ছাসেবক শিক্ষক জান্নাতুল ফেরদাউস উর্মি, মেহবুবা আক্তার তমা, শাহ জেরি, জাহিদ হাসান রাজু, নৌশাদ তালুকদার, রিয়া চক্রবর্তী, হেনা আক্তার সোহাগী, হ্যাপি আক্তার পপি, সাদিয়া চৌধুরী তাম্মি, আয়েশা জান্নাত, সুমাইয়া শিমু, লিজা আক্তার, বাঁধন আহমেদ, জিসান আহমেদ, মির্জা মেহরাজ, সাবিকুন নাহার চৌধুরী, হাবিবা আক্তার ইভা, মাহফুজুর রহমান রাকিব, নৌশিন জান্নাত সাথী, ফারহানা আক্তার তাম্মিমা, রুমানা জান্নাত, ফারজানা ফারুক মুন্নি, জান্নাতুল আলফা প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও পথচারী, রিক্সা ও টমটম চালকদের মাঝে খাবার বিতরণ করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন